ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ফুটবল

বিরক্ত হলে খেলা দেখা লাগবে না, বললেন ফ্রান্স কোচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, জুলাই ৯, ২০২৪
বিরক্ত হলে খেলা দেখা লাগবে না, বললেন ফ্রান্স কোচ

ফেভারিট হিসেবেই ইউরোতে পা রাখে ফ্রান্স। আসরের সেমিফাইনালও খেলছে তারা।

কিন্তু এই ফ্রান্স যেন একদমই অচেনা। গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল পর্যন্ত আসার পথে একটি গোলও ওপেন প্লে থেকে পায়নি তারা। হয় আত্মঘাতী, নয়তো পেনাল্টি কিংবা টাইব্রেকার- এভাবেই জিতে এসেছে।

তাই সেমিফাইনালে উঠলেও সমালোচনা পিছু ছাড়ছে না ফ্রান্সের। কিন্তু এতে কোনো পাত্তা দিচ্ছেন না কোচ দিদিয়ের দেশম। তাই তো স্পেনের বিপক্ষে লড়ার আগে সংবাদ সম্মেলনে এক সুইডিশ সাংবাদিককে একহাত নেন তিনি। বিরক্ত হলে খেলা দেখা লাগবে না বলেও চাঁছাছোলা মন্তব্য করেন।

দেশম  বলেন, 'আপনি কি আসলেই সুইডিশ? না, আপনি ছদ্মবেশ ধরেছেন... আমি নিশ্চিত আমি ফ্রান্সে থাকেন। যদি বিরক্ত লাগে তাহলে অন্যকিছু দেখুন। আপনাকে খেলা দেখা লাগবে না। এবারের ইউরো স্পেশাল, যা সবার জন্যই খুব কঠিন। আগের চেয়ে অনেক কম গোল হয়েছে এবার। '

'দেশের এমন জটিল পরিস্থিতিতেও সমর্থকদের খুশি করার, তাদের সঙ্গে আবেগ ভাগাভাগি করে নেওয়ার সামর্থ্য আছে আমাদের। যদি সুইডিশরা বিরক্ত হয়, তাতে আমার খুব একটা কিছু যায় আসে না। তবে আমি আপনাদের প্রচুর সম্মান করি (হাসি)। '

ফ্রান্সের তুলনায় একদমই বিপরীত স্পেন। দারুণ ছন্দে আছে তারা। আসরের একমাত্র দল, যারা সবগুলো ম্যাচেই পেয়েছে জয়ের দেখা। তবে আজ তাদের সহজেই হারিয়ে ফাইনাল ন্মাম লেখানোর জন্য জ্বলে উঠতে হবে কিলিয়ান এমবাপ্পে ও আন্তোয়ান গ্রিজমানকে। এমনটাই জানালেন ফরাসি মিডফিল্ডার আদ্রিয়ান রাবিও।

তিনি বলেন, 'কিলিয়ান ও আন্তোয়ান হয়তো পুরোপুরি সতেজ রূপে নেই। কিন্তু আমরা পুরোপুরি পাশে আছি  আমরা। তাদের ওপর অন্ধ বিশ্বাস আছে আমাদের। তারা যেকোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। ফুটবল দলীয় খেলা এবং যখন আমাদের অধিনায়ক কিংবা আন্তোয়ানের খারাপ সময় যাচ্ছে সেটা মেনে নেওয়াই শ্রেয়। আমরা তাদের পাশে আছি। তবে অবশ্যই কিলিয়ান ও অন্তোয়ান সেরা রূপে থাকলে তাদের (স্পেন) হারানো সহজ হতো। এখন পর্যন্ত যা দেখা যায়নি। '

 

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জুলাই ৯, ২০২৪
এএইচএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।