ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

হংকংয়ের বিপক্ষে খেলতে ঢাকায় হামজা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৮, অক্টোবর ৬, ২০২৫
হংকংয়ের বিপক্ষে খেলতে ঢাকায় হামজা ছবি: সংগৃহীত

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে আগামী ৯ অক্টোবর মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেই ম্যাচে অংশ নিতে ইংল্যান্ড থেকে আজ সকালে ঢাকায় পৌঁছেছেন হামজা চৌধুরী।

সকাল ১১টার কিছু পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন লেস্টার সিটির এই ফুটবলার।

বিমানবন্দরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা হামজাকে বরণ করে নেন। ভিআইপি গেট দিয়ে বের হয়ে স্বভাবসুলভ হাসিতে উপস্থিত সবাইকে অভিবাদন জানান তিনি। দূর থেকেই সাংবাদিকদের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানান ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই তারকা। এরপর পুলিশ প্রটোকলের নিরাপত্তায় দলের সঙ্গে যোগ দিতে হোটেলের পথে রওনা হন হামজা। তিনি উঠবেন টিম হোটেল ইন্টারকন্টিনেন্টালে। বিকেলে জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। গত ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করে জামাল ভূঁইয়ার দল। এরপর ১০ জুন ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে ১-২ ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশ। ‘সি’ গ্রুপে সমান ৪ পয়েন্ট নিয়ে শীর্ষ দুইয়ে আছে হংকং ও সিঙ্গাপুর। একটি করে পয়েন্ট নিয়ে তালিকার তিন ও চার নম্বরে অবস্থান করছে বাংলাদেশ এবং ভারত।

এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।