ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ফুটবল

হারের পর কলম্বিয়ান ভক্তদের সঙ্গে নুনিয়েসদের হাতাহাতি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, জুলাই ১১, ২০২৪
হারের পর কলম্বিয়ান ভক্তদের সঙ্গে নুনিয়েসদের হাতাহাতি

রেফারির শেষ বাঁশি বাজার পরপরই বিবাদে জড়িয়ে পড়েন কলম্বিয়া-উরুগুয়ের ফুটবলাররা। কিন্তু এর কিছুক্ষণ পরই বেশ কয়েকজন সতীর্থকে সঙ্গে নিয়ে গ্যালারিতে থাকা কলম্বিয়ান ভক্তদের ওপর চড়াও হন দারউইন নুনিয়েস।

এমনকি হাতাহাতি করতেও দেখা যায় তাকে। অনাকাঙ্ক্ষিত এই দৃশ্যটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।  

বুধবার রাতে ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে অনুষ্ঠিত কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে কলম্বিয়া। ম্যাচের অনেকটা সময় একজন বেশি নিয়ে খেলেও হারের হতাশা গ্রাস করে ফেলে উরুগুয়ের ফুটবলারদের।  

তবে দর্শকের দিকে চড়াও ব্যাপারে অধিনায়ক হোসে মারিয়া হিমেনেস বলেন, 'তারা থামিয়ে দেওয়ার আগে আমি কিছু বলতে চাই কারণ মাইকের সামনে তারা আমাদের বলতে দেবে না। তারা চায় না আমি এই দুর্ঘটনা সম্পর্কে কিছু বলি। '

'দয়া করে সতর্ক থাকুন। আমাদের পরিবার গ্যালারিতে থাকে। সেখানে সদ্যোজাত শিশুরাও থাকে। এটি পুরোপুরি একটা বিপর্যয় ছিল। সেখানে কোনো পুলিশ ছিল না। তাই আমাদেরই পরিবারের সদস্যদের রক্ষা করতে হয়েছে। দুই-তিনজন মানুষের কারণেই এমনটা হয়েছে যারা অনেক বেশি পান করার পর নিজেদের সামলাতে পারেনি এবং তারা জানে না কীভাবে পান করতে হয়। '

মাঠে প্রতিপক্ষের সঙ্গে নিজ খেলোয়াড়দের বিবাদে জড়াতে দেখে তেমন বড় কিছু হবে বলে ভাবেননি উরুগুয়ে কোচ মার্সেলো বিয়েলসা। তিনি বলেন, 'আমি ভেবেছিলাম মাঠে তর্কের মাধ্যমেই ঘটনাটি শেষ হয়ে গেছে এবং যখন দেখলাম, এটা হচ্ছে তখন আমি ড্রেসিংরুমে চলে যাই। ভেবেছিলাম সমর্থনের জন্য দর্শকদের ধন্যবাদ জানাচ্ছিল তারা। কিন্তু এরপর জানলাম, দুর্ভাগ্যবশত কিছু ঝামেলা হয়েছে সেখানে। '

ঘটনাটির নিন্দা জানিয়ে তদন্তে  নেমেছে কোপা আমেরিকার আয়োজক সংস্থা কনমেবল।

বাংলাদেশ সময় : ১৩০২ ঘণ্টা, জুলাই ১১, ২০২৪
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।