ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

ফাইনালে ওঠার পর কেঁদেছেন, আবেগী হয়েছেন দি পল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, জুলাই ১১, ২০২৪
ফাইনালে ওঠার পর কেঁদেছেন, আবেগী হয়েছেন দি পল

সবশেষ আট টুর্নামেন্টের ছয়টিতেই ফাইনাল খেলেছে আর্জেন্টিনা। কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়ার পর জিতেছিল বিশ্বকাপও।

এরপর এখন আবার এবারের কোপার ফাইনালে পৌঁছে গেছে তারা। রোববার শিরোপা লড়াইয়ে তাদের প্রতিদ্বন্দ্বী কলম্বিয়া।  

কানাডাকে সেমিফাইনালে ২-০ গোলে হারিয়ে এবারের কোপার ফাইনালে উঠে আর্জেন্টিনা। এরপর কেঁদেছেন বলে জানিয়েছেন মিডফিল্ডার রদ্রিগো দি পল। এর কারণও ব্যাখ্যা করেছেন টানা চার ফাইনাল খেলতে যাওয়া এই ফুটবলার।  

তিনি বলেন, ‘হ্যাঁ, আমি কেঁদেছি ও আবেগী হয়েছি। আমার মনে হয় এটা অন্তত একটা লেগেসি আর আমি এটাকে সাধারণ বানাতে চাই না। আরও একটি ফাইনালে উঠেছি। আমরা বিশ্বচ্যাম্পিয়ন, আমেরিকারও, ব্রাজিলে ইতিহাসে প্রথমবারের মতো জিতেছি। আমরা বাছাই পর্বে একটিও ম্যাচ হারিনি। ’

‘এটা স্বাভাবিক না। এক সময় এটার শেষ হবেই আর আমি চাই প্রতিটি মুহূর্ত সবসময় টিকে থাকুক। কারণ লেগেসিটা অনন্ত। আমার জন্য এর অংশ হতে পারা দারুণ গর্বের বিষয়। ’

প্রায় ৩৬ বছর কোনো শিরোপা জিততে পারেনি আর্জেন্টিনা। এরপর ২০২১ সালে ব্রাজিলের মাঠে তাদের ফাইনালে হারিয়ে শিরোপা খরা ঘুচিয়েছে তারা। পরে আলবিসেলেস্তেরা জেতে বিশ্বকাপও। দুই টুর্নামেন্টেই গুরুত্বপূর্ণ অবদান ছিল দি পলের।  

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, জুলাই ১১, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।