ঢাকা, বুধবার, ২২ আশ্বিন ১৪৩২, ০৮ অক্টোবর ২০২৫, ১৫ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

মেসি থাকলেও দলগত খেলা ছাড়া সাফল্য আসে না: হামজা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৩, অক্টোবর ৭, ২০২৫
মেসি থাকলেও দলগত খেলা ছাড়া সাফল্য আসে না: হামজা

বাংলাদেশ জাতীয় দলের মাঝমাঠে বড় দায়িত্ব এখন হামজা চৌধুরীর কাঁধে। কোচ হাভিয়ের কাবরেরা দলের কৌশল সাজিয়েছেন এই ব্রিটিশ-বাংলাদেশি মিডফিল্ডারকে ঘিরে।

মাঝমাঠে তার উপস্থিতিতেই আক্রমণে গতি আনতে চান কোচ। হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সেই পরিকল্পনা দলের অনুশীলনেও স্পষ্ট হয়ে উঠেছে।

আজ ঢাকার জাতীয় স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি নিয়েই খোলামেলা কথা বলেন হামজা। জানান, তিনি চাপ নয়, বরং দায়িত্বটিকে উপভোগ করছেন। তার ভাষায়, ‘মিডফিল্ডার মানেই হলো আক্রমণ আর রক্ষণ, দুই জায়গায় অবদান রাখা। ইন শা আল্লাহ, আমি দুটোই ভালোভাবে করতে পারব। এটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, তবে আমি রোমাঞ্চিত। ’

কাবরেরার সঙ্গে নিজের সম্পর্ক নিয়েও ইতিবাচক মন্তব্য করেন হামজা। জানান, কোচ কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে তার সঙ্গে আলোচনা করেন এবং অভিজ্ঞতা অনুযায়ী পরামর্শ চান, ‘আমার সঙ্গে কোচের সম্পর্ক খুব ভালো। আমি তাকে খুব বুদ্ধিমান একজন মানুষ মনে করি। আমাদের দলটা তরুণ, কাজেই সবকিছু একসঙ্গে গাঁথা সহজ নয়। তবে আমাদের বিশ্বাস আছে, আর সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ’

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে সুযোগ নষ্ট, দুই গোল হজম এবং বিতর্কিত এক পেনাল্টির দাবির প্রসঙ্গও আসে আলোচনায়। হামজা বলেন, ‘সেই ম্যাচে কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা নিয়ন্ত্রণ হারিয়েছিলাম। রক্ষণে কয়েকটি ভুল হয়েছে, যা এড়ানো সম্ভব ছিল। আর হ্যাঁ, আমরা পেনাল্টির দাবিও করতে পারতাম। তবে ফুটবলে সবসময় সবকিছু নিয়ন্ত্রণে থাকে না। এখন সামনে তাকাতে হবে। ’

আগামী ৯ অক্টোবর ঢাকায় হংকংয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ম্যাচটি শুধু বাছাইপর্বে টিকে থাকার জন্য নয়, আত্মবিশ্বাস ফিরে পাওয়ার লড়াইও বটে। হামজার মতে, দল গত এক সপ্তাহ ধরে কঠোর পরিশ্রম করেছে এবং এখন মূল লক্ষ্য পরিকল্পনার বাস্তবায়ন, ‘আমরা জয়ের জন্যই খেলব। ইনশাআল্লাহ, পরিকল্পনায় অটল থাকলে ভালো ফল আসবে। ’

এক প্রশ্নের জবাবে হামজা স্মরণ করিয়ে দেন, ফুটবল কখনোই একজন খেলোয়াড়কে ঘিরে খেলা নয়, ‘মেসি যদি বাংলাদেশের হয়েও খেলতেন, তবুও ট্যাকটিকস ঠিক করতে হতো, টিম স্পিরিট গড়ে তুলতে হতো। দিনশেষে এটা দলগত খেলা। ’ সঙ্গে যোগ করেন, ‘মাঠে সবাই সর্বোচ্চটা দিতে প্রস্তুত। বড় মুহূর্তে পরিকল্পনায় অটল থাকাই হবে সাফল্যের চাবিকাঠি। ’

এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।