ঢাকা, বুধবার, ২২ আশ্বিন ১৪৩২, ০৮ অক্টোবর ২০২৫, ১৫ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

দলের সঙ্গে যোগ দিলেন সমিত সোম

সিনিয়র করেসপন্ডেন্ট,স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪২, অক্টোবর ৭, ২০২৫
দলের সঙ্গে যোগ দিলেন সমিত সোম সমিত সোম

আগামী ৯ অক্টোবর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচ সামনে রেখে পুরোদমে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে কোচ হাভিয়ের কাবরেরার দল।

এরই মধ্যে প্রবাসী ফুটবলারদের মেলায় পূর্ণতা পেয়েছে বাংলাদেশ শিবির।

গতকাল ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা মিডফিল্ডার হামজা চৌধুরী যোগ দেওয়ার পর আজ (সোমবার) কানাডা থেকে দেশে ফিরে ক্যাম্পে যোগ দিয়েছেন ডিফেন্ডার সমিত সোম। এয়ারপোর্টে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। জানিয়েছেন দলে ফিরে দারুণ অনুভব করছেন এবং সামনে তাকিয়ে আছেন জয় পাওয়ার দিকে। সমিত বলেন, 'আমি আশাবাদী, আমরা ভালো করতে পারি। ভালো খেলা হবে, তারা কঠিন দল। তাই দেখি কীরকম হয়। তবে আমরা ভালো করতে পারি, দুই খেলায়ই জিততে পারি। ' আজ এয়ারপোর্ট থেকে সরাসরি টিম হোটেলে যোগ দিয়েছেন সমিত।

দলের প্রস্তুতি নিয়েও আত্মবিশ্বাসী সমিত। চোটের বিষয়েও আশ্বাস দিলেন, এখন সম্পূর্ণ ফিট আছেন। 'প্রস্তুতি সবচেয়ে ভালো হবে আমার কোনো সন্দেহ নেই। আমি খুব রোমাঞ্চিত। আশা করি দেখা হবে স্টেডিয়ামে। (চোট নিয়ে) এখন ঠিক আছি। ' যোগ করেন তিনি। সমিতের যোগদানে সম্পূর্ণ হলো জাতীয় দলের ক্যাম্প।

বাংলাদেশ দলের এই নতুন প্রজন্মের খেলোয়াড়দের নিয়ে ফুটবলপ্রেমীদের প্রত্যাশা এখন অনেক। হংকং এর বিপক্ষে মাঠে কী চমক দেখাতে পারে লাল-সবুজের দল, সেটিই এখন দেখার অপেক্ষা।

এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।