ক্লাব ফুটবলে রাজত্ব করলেও আন্তর্জাতিক শিরোপা নিয়ে সমালোচনায় পড়তে হয়েছে লিওনেল মেসিকে। অবশেষে কোপা আমেরিকা ও বিশ্বকাপ জিতে সেটিরও সুযোগ রাখলেন না তিনি।
আগামী সোমবার কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচের আগে মেসি জানালেন, চাপ নেই এখন বরং শান্ত আছেন তিনি। আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘আমি শান্ত আছি। বরাবরের মতো (ফাইনালের) দিনটির অপেক্ষায় আছি। আমরা যা কিছু পার করেছি এবং যা কিছুর মধ্য দিয়ে গিয়েছি, এর কারণে আমি আগের চেয়ে অনেক শান্ত আছি। ’
এখন মুহূর্তগুলো উপভোগ করছেন মেসি। কেবল ম্যাচের সময়ই নির্ধারণ করবেন মনোনিবেশ। তিনি বলেন, ‘আমি বিষয়গুলো আরও বেশি উপভোগ করার চেষ্টা করছি এবং প্রতিটি মুহূর্তে আনন্দে বাঁচার চেষ্টা করছি, তাড়াহুড়া একদমই করছি না। কেবল নির্দিষ্ট মুহূর্তটি উপভোগ করছি এবং যখন খেলার সময় হবে তখন আমরা ম্যাচটি কেমন হতে চলেছে সেদিকে মনোনিবেশ করবো। ’
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, জুলাই ১২, ২০২৪
আরইউ