ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

নিজেকে ‘ভাগ্যবান’ ভাবছেন ফাইনালের নায়ক

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৩ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৪
নিজেকে ‘ভাগ্যবান’ ভাবছেন ফাইনালের নায়ক

দ্বিতীয়ার্ধে স্পেনের ছন্দময় ফুটবল শৈলীর পরও অতিরিক্ত সময়ের দিকে এগোচ্ছিল ম্যাচ। নির্ধারিত সময়ের খেলা শেষ হতে আর চার মিনিট বাকি।

ঠিক তখনই বাজিমাত করলেন মিকেল ওয়ারসাবাল। মার্ক কুকুরেয়ার পাসে স্রেফ টোকা মেরে স্পেনকে উল্লাসে ভাসান তিনি। সেই গোল শেষ পর্যন্ত এনে দেয় চ্যাম্পিয়নের তকমা।

বার্লিন স্টেডিয়ামে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ইউরোর শিরোপা উঁচিয়ে ধরেছে স্পেন।   ১২ বছর পর দেশকে এমন উপলক্ষ এনে দিতে পেরে নিজেকে ভাগ্যবান ভাবছেন ওয়ারসাবাল।

ফাইনাল জয়ের প্রতিক্রিয়ায় এই ফরোয়ার্ড বলেন, 'আমি আমার কাজ করেছি শুধু। প্রতি মুহূর্তে সাহায্যের চেষ্টা করতে আমি সেটাই করেছি, যেটা আমাকে করতে হতো। দলকে জয় এনে দিতে পারায় যথেষ্ট ভাগ্যবান ছিলাম। এটা আমার সঙ্গে ঘটেছে, যে কারোর সঙ্গেই ঘটতে পারত। ২৬ জনের স্কোয়াডে থাকতে পারার মূল্যটাই আমার কাছে অনেক। ' 

গোলশূন্য প্রথমার্ধের পর নিকো উইলিয়ামসের গোলে এগিয়ে যায় স্পেন। ম্যাচশেষে তিনি বলেন, 'আমি আনন্দিত। আমাদের সবারই এটা প্রাপ্য। আমরা প্রচুর ভুগেছি। তাদের ভালো দল ছিল। এমন খেলোয়াড় ছিল যারা কি না পার্থক্য গড়ে দিতে পারে। তবে আমরা তাদের অস্ত্রের মোকাবিলা করতে পেরেছি।  দিনশেষে আমরা ইউরো জিতেছি এবং আমরা খুবই খুশি। '

টুর্নামেন্ট-সেরা হয়ে রদ্রি বলেন, 'নিশ্চিতভাবেই আমার খেলোয়াড়ি জীবনের সেরা দিন। আমরা একটা পরিবার গড়েছি, তা ইউরো জেতার মতোই কঠিন ছিল এবং আমরা এখন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সবচেয়ে সফল দল। আমরা সবাইকেই হারিয়েছি। আমরা ইতিহাস গড়েছি কিন্তু আমরা এখানেই থামছি না। আমরা দলে অনেক প্রতিভা আছে, আমরা এগিয়ে যাব। আমরা যা জিতেছি সেটার জন্য উদ্‌যাপন করাটা প্রাপ্য। '

ফাইনালে জয়সূচক গোলে অ্যাসিস্ট করা কুকুরেয়া বলেন, 'শুরু থেকেই এটি আমাদের প্রাপ্য ছিল। খুব বেশি মানুষ আমাদের ওপর আস্থা রাখেনি, কিন্তু আমরা চুপ থেকে ফুটবল খেলার কাজটা করে গেছি। পরিবার হিসেবে কীভাবে ভুগতে হয় সেটা আমরা জানি। '

এবারের আসরে নজর কেড়েছেন ১৭ বছর বয়সী লামিন ইয়ামাল। একটি গোল ও সর্বোচ্চ চারটি অ্যাসিস্ট নিয়ে সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন তিনি। চ্যাম্পিয়ন হওয়ার পর বাড়ি ফিরে দেশের মানুষের সঙ্গে উদযাপনের জন্য মুখিয়ে আছেন এই ফরোয়ার্ড।

তিনি বলেন, 'আমরা খুবই খুশি এবং স্পেনে ফিরে সমর্থকদের সঙ্গে উদযাপন করতে মুখিয়ে আছি। আমার জন্মদিনের সেরা উপহার। আমরা যখন স্বপ্ন দেখা শুরু করেছিলাম, তখন কঠিনই মনে হচ্ছিল। তারা আমাদের তাড়না দিয়েছে এগিয়ে যাওয়ার। আমি জানি না, এই দল কী দিয়ে বানানো। তবে আমরা সবসময় ঘুরে দাঁড়াই, সবসময় জিতি। '

 

বাংলাদেশ সময়ঃ ০৪৫৬ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৪

এএইচএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।