ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

লেভানদোভস্কির জোড়া গোলে বার্সার ঘুরে দাঁড়ানো জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৪
লেভানদোভস্কির জোড়া গোলে বার্সার ঘুরে দাঁড়ানো জয়

নতুন কোচের অধীনে নতুন মৌসুম জয় দিয়ে শুরু করল বার্সেলোনা। লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে ভালেন্সিয়াকে ২-১ গোলে হারিয়েছে তারা।

প্রথমে পিছিয়ে পড়লেও পরে জোড়া গোল করে দারুণ এক জয় এনে দেন রবের্ত লেভানদোভস্কি।

মেস্তায়া স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে দাপট দেখায় ভালেন্সিয়া। ৪৪ মিনিটে হুগো দারোর হেডে এগিয়ে যায় তারা। তবে ঘুরে দাঁড়াতে বেশি সময় নেয়নি বার্সা। প্রথমার্ধ শেষ হওয়ার আগে যোগ করা সময়ে লামিন ইয়ামালের পাস থেকে সমতা ফেরান লেভানদোভস্কি।  

বিরতির পরপরই বক্সের ভেতর ফাউলের শিকার হন রাফিনিয়া। ফলে এগিয়ে যাওয়ার জন্য পেনাল্টির মতো সুবর্ণ সুযোগ পায় বার্সা। যেখান থেকে গোল করতে কোনো ভুল করেননি। এরপর এই ব্যবধান ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

জয়ের পর  লেভানদোভস্কি বলেন, 'আমার মনে হয়, প্রথম ২০-২৫ মিনিটে আমরা ভালো খেলিনি তবে গুরুত্বপূর্ণ হলো প্রথমার্ধ শেষের আগেই আমরা গোল করেছি। দ্বিতীয়ার্ধের শুরুতে আমরা জানতাম বল দখলে রেখে আমাদের ম্যাচের  নিয়ন্ত্রণ হতে হবে। আমাদের আরও একটি গোলের সুযোগ ছিল তবে এই স্টেডিয়ামে মৌসুমের প্রথম খেলা খুবই কঠিন এবং দিনশেষে আমরা তিন পয়েন্ট পেয়েছি। দল হিসেবে আমরা কাজ করছি বিশেষ করে আমাদের প্রচুর তরুণ খেলোয়াড় আছে, এটাই আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। '

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৪
এএইচএস
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।