নেপালে সাফ অনূর্ধ্ব-২০ আসরে খেলবে বাংলাদেশ। আগামীকাল প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
নেপাল যাওয়ার আগেই নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছিল বাংলাদেশ। গত আসরে ফাইনালে খেললেও শিরোপা জয় করা হয়নি বাংলাদেশের। এবারের আসরে প্রাথমিক লক্ষ্য ফাইনালে খেলা। তবে শিরোপা জয়ের জন্য দল প্রস্তুত বলে মনে করেন কোচ। মারুফুল বলেন, ‘নেপাল আসার আগেই আমরা বলেছিলাম আমরা ফাইনাল খেলতে চাই। এবং আমরা ফাইনালে জিতে চ্যাম্পিয়ন হতে চাই। এই দলটা গত টুর্নামেন্টে ফাইনাল খেলেছিল। গত দুই সপ্তাহে আমি খেলোয়াড়দের যে হার্ডওয়ার্ক, ডেডিকেশন এবং কমিটমেন্ট দেখেছি তাতে করে আমি বলতে পারি আমরা সঠিক পথেই আছি। ’
শ্রীলঙ্কার বিপক্ষে পুরো প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের কোচ মারুফুল। তিনি বলেন, ‘আগামীকাল আমাদের প্রথম ম্যাচ। আমরা ইতোমধ্যেই শ্রীলঙ্কার ম্যাচ দেখেছি। তাদের শক্তি এবং দুর্বলতা নিয়ে আমরা কাজ করেছি। সেই অনুযায়ি আমরা গেম প্ল্যান এবং স্ট্র্যাটেজি খেলোয়াড়দের বুঝিয়ে দিয়েছি এবং ট্রেনিং করেছি। ’
‘প্রথম ম্যাচ সবসময়ই চ্যালেঞ্জের। এছাড়া আমাদের লক্ষ্য আমাদের ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হতে হবে সেক্ষেত্রে প্রথম ম্যাচ আমরা জয় দিয়ে শুরু করেত চাই। ’
বাংলাদেশে সময়: ২১১০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৪
এআর/এএইচএস