ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

সেরাটা দেওয়ার অপেক্ষায় কৃষ্ণা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৪
সেরাটা দেওয়ার অপেক্ষায় কৃষ্ণা

সাফের শিরোপা ধরে রাখার মিশনে নেপালে রয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। দীর্ঘদিন ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন কৃষ্ণা রানী সরকার।

এবারের সাফে একাদশে সুযোগ পেলে নিজের শতভাগ দিয়ে লড়াই করার কথা জানিয়েছেন তিনি।  

আজ নেপালের আনফা কমপ্লেক্সের গ্রাউন্ডে দ্বিতীয় দিনের অনুশীলন সেরেছে বাংলাদেশ দল। অনুশীলণ শেষে নিজের শারীরিক অবস্থা জানিয়ে কৃষ্ণা বলেন, ‌'অনেক লম্বা সময় পর ইনজুরি কাটিয়ে দলে ফিরেছি। লম্বা সময় ইনজুরিতে থাকলে খেলোয়াড়ের প্রতি আস্থা কমে যায় অনেকেরই। নিজেরও কনফিডেন্স ফিরে পেতে সময় লাগে। এখন আমি ফিট আছি। অনুশীলন করেছি। পায়েও কোনও ব্যাথা অনুভব করছি না। '

দলে সুযোগ পেলে নিজেরে সেরাটা উজার করে দিয়ে খেলবেন বলে জানিয়েছেন কৃষ্ণা। একমিনিটের জন্য মাঠে নামার সুযোগ পেলে ঐ এক মিনিটেই  সেরাটা দিয়ে নিজের ছাপ রাখতে চান বলে জানিয়েছেন এই ফুটবলার, ‌'লম্বা সময় ইনজুরিতে ছিলাম। সময়টা সহজ ছিল না। এই সময়ে যারা পাশে ছিলেন সকলের কাছেই আমি কৃতজ্ঞ। দলে সুযোগ পেলে আমি নিজের সেরটা দিতে প্রস্তুত নিজের সেরাটা দিয়ে দলের জন্য ভালো কিছ করতে চাই। এক মিনিটের জন্য সুযোগ পেলে ঐ এক মিনিটই সেরাটা দিয়ে খেলবো। '

এবারের সাফে বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্বে রয়েছেন মাহমুদা আক্তার। দলের সার্বিক অবস্থা জানিয়ে মাহমুদা বলেন, ‌'আজকে আমরা দ্বিতীয় দিনের ট্রেনিং করেছি। দলের সব খেলোয়াড়রা সুস্থ আছেন। আমরা প্রস্তুতি নিয়েছি। আজকে ভারত-পাকিস্তানের ম্যাচ রয়েছে। আমরা বিকালে হোটেলে যেয়ে ম্যাচটা দেখবো। '

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।