ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে অভিষেক হচ্ছে আরহামের

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৪
অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে অভিষেক হচ্ছে আরহামের

অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই পর্ব খেলতে কম্বোডিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বাছাই পর্বে বাংলাদেশ দলে চমক অস্ট্রেলিয়া প্রবাসী ফুটবলার আরহাম ইসলাম।

বাংলাদেশের হয়ে অভিষেক হচ্ছে তার।  

শুরুর একাদশে আরহামকে নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। কোচ সাইফুল বারী টিটু সাফ জয়ী দল থেকে তিন পরিবর্তন নিয়ে কম্বোডিয়া গিয়েছেন। স্বাগতিকদের বিপক্ষে শুরুর একাদশে স্থান পেয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী এই ফুটবলার। এবারের বাছাই পর্বে সকলের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি।

দশটি গ্রুপ বাছাই পর্বে অংশ নিবে। সেখান থেকে চ্যাম্পিয়ন দশ দল মূল পর্বে খেলবে। এছাড়া সেরা পাঁচ রানার্সআপ দল খেলবে মূল পর্বে। বাংলাদেশ অপেক্ষাকৃত সহজ গ্রুপে পড়ায় আশার বানী শুনিয়েছিলেন দলের কোচ টিটু। গ্রুপ চ্যাম্পিয়ন না হলেও সেরা পাঁচ রানার্সআপের মধ্যে থাকার আশা বাংলাদেশের।  

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।