ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

এএফসি অনূর্ধ্ব-১‌৭ এশিয়ান কাপ বাছাই

শেষ দুই ম্যাচেই জয়ের জন্য আশাবাদী বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
শেষ দুই ম্যাচেই জয়ের জন্য আশাবাদী বাংলাদেশ

অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর এশিয়ান কাপ বাছাইয়ের মিশনে রয়েছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে স্বাগতিক কম্বোডিয়ার কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে কোচ সাইফুল বারী টিটুর শিষ্যরা।

হারিয়েছে ফিলিপাইনকে। আগামীকাল বাংলাদেশের প্রকিপক্ষ ম্যাকাও। এই ম্যাচে জয়ের বিষয়ে আশাবাদী ফুটবলাররা।

প্রথম ম্যাচের হারের আক্ষেপ কিংবা দ্বিতীয় ম্যাচের জয়- কিছু নিয়েই ভাবছেন না বাংলাদেশ দলের গোলরক্ষক আলিফ রহমান। তার ভাবনায় পরের ম্যাচ। আলিফ বলেন, ‘প্রথম ম্যাচ আমাদের কম্বোডিয়ার বিপক্ষে ছিল। সেই ম্যাচে আমরা হেরেছি। আমরা ম্যাচ বাই ম্যাচ চিন্তা করছি। দ্বিতীয় ম্যাচে আমাদের জয়ের বিকল্প কিছু ছিল না। ’ 

‘ফিলিপাইনের বিপক্ষে আমরা সকলেই নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ আমরা জয় পেয়েছি। পরের ম্যাচগুলোও আমরা ম্যাচ বাই ম্যাচ চিন্তা করব। আলহামদুল্লিাহ ভালো কিছুই হবে। আমরা সকলেই সুস্থ আছি। নিজেদের স্থান থেকে আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করব। ’

দলের ডিফেন্ডার ইকরামুল ইসলাম পরের দুই ম্যাচেই জয় নিয়ে মাঠ ছাড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘প্রথম ম্যাচে আমরা সকলেই অনেক চেষ্টা করেছি। তবে ম্যাচ বের করতে পারিনি। দ্বিতীয় ম্যাচে ফিলিপাইনের বিপক্ষে আমরা জয় পেয়েছি। আগামী ম্যাচে আমাদের প্রতিপক্ষ ম্যাকাও পরের ম্যাচেই আমাদের প্রতিপক্ষ আফগানিস্তান। ’ 

‘দুটি ম্যাচই পরপর অনুষ্ঠিত হবে দুদলের খেলার ধরন ভিন্ন। ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে আমাদের পরিকল্পনাও ভিন্ন। আশা করি দু'টি ম্যাচেই আমরা জয়ী হতে পারব। দলের সকলেই সুস্থ আছে। আমরা নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। '

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
এআর/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।