ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

চট্ট. আবাহনীর জালে বসুন্ধরা কিংসের ৭ গোল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৪
চট্ট. আবাহনীর জালে বসুন্ধরা কিংসের ৭ গোল

দাপুটে জয়ে বসুন্ধরা গ্রুপ প্রিমিয়ার লিগ শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। আসরের প্রথম ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা।

ম্যাচে জোড়া গোল করেছেন জারেদ খাসা ও রাকিব হোসেন।

কিংস অ্যারেনায় এগিয়ে যেতে মাত্র তিন মিনিট সময় নেয় স্বাগতিকরা। মিগেল ফেরেইরার পাস থেকে ডেডলক ভাঙেন খাসা। ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফয়সাল আহমেদ ফাহিম। সেই ফাহিমের পাস থেকেই গোলের খাতায় ২৯ মিনিটে নাম লেখান মিগেল। বিরতির আগে আরও একটি গোলের দেখা পায় কিংস। ৩৯ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন খাসা।

দ্বিতীয়ার্ধে ম্যাচের আলো কেড়ে নেন রাকিব হোসেন। তার আগে অবশ্য ব্যবধান ৫-০ করেন মজিবুর রহমান জনি। এর তিন মিনিট পরই নিজের প্রথম গোলের দেখা পান রাকিব। ৮৪ মিনিটে দ্বিতীয়বার জাল কাঁপান গত মৌসুমে ১০ গোল করা এই ফরোয়ার্ড।

হাইভোল্টেজ লড়াইয়ের আগে প্রস্তুতিটা বেশ ভালোভাবেই সেরে নিল কিংস। আগামী ৬ ডিসেম্বর আসরের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী মোহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে তারা। যদিও মোহামেডানও নিজেদের প্রথম ম্যাচে বড় জয় তুলে নিয়েছে। একসময়ের চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা ওয়ান্ডারার্সকে আজ ৬-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে তারা।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৪
এএইচএস

   
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।