ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

জয় দিয়ে প্রিমিয়ার লিগ শুরু আবাহনীর

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
জয় দিয়ে প্রিমিয়ার লিগ শুরু আবাহনীর

দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বদলে যায় সবকিছুই। প্রিমিয়ার লিগে আবাহনীর খেলা নিয়েছিল সংশয়।

শেষ পর্যন্ত দল করে তারা। এবার আবাহনীর দলে নেই কোন বিদেশি। ফলে দেশি ফুটবলারদের নিয়েই মাঠে নেমেছে তারা। নেমে নিজেদের প্রথম ম্যাচে ফকিরেরপুল ইয়ং ম্যানস ক্লাবকে হারিয়েছে ২-০ ব্যবধানে। গোল দুটি করেন এনামুল গাজী ও জাফর ইকবাল।

গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে আবাহনীর সঙ্গে পাল্লা দিয়ে খেলা চেষ্টা করেছে ইয়ংমেন্স। বিদেশি খেলোয়াড় নিয়ে একাধিকবার আক্রমণে গেলেও গোল পায়নি। প্রথমার্ধে গোল পায়নি কেউ। বিরতির পর দুটি গোল হয়েছে। ৭১ মিনিটে প্রথম গোল পায় আবাহনী। কামরুল ইসলামের পাসে বক্সে ঢুকে এনামুল গাজী গোলকিপারকে পরাস্ত করে সমর্থকদের স্বস্তি এনে দেন।  

আবাহনী ব্যবধান দ্বিগুণ করেছে শেষ দিকে। তাদের একজনকে ট্যাকল করতে গিয়ে ফেলে দিয়েছিলেন ইয়ংমেন্সের ডিফেন্ডার। রেফারি পেনাল্টির বাঁশি বাজাতে সময় নেননি। জাফর ইকবাল গোলকিপারের ডান দিক দিয়ে সহজেই জাল খুঁজে নিয়েছেন।

দিনের অন্য ম্যাচে মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে রহমতগন্জ ৩-১ গোলে ফর্টিস এফসিকে হারিয়েছে। ম্যাচের সবগুলো গোল হয়েছে বিরতির পর। ৫৯ মিনিটে পুরোনো ঢাকার দলটি প্রথম গোল পায়। মাহমুদ ওশি লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে নেন। ৮ মিনিট পর কাহারবার পাসে তাজ উদ্দিন ব্যবধান দ্বিগুণ করেছেন। ৭০ মিনিটে ফেলিক্স তেতে তৃতীয় গোল করে ফর্টিস এফসিকে ব্যাকফুটে ফেলে দেন। পাসটি দিয়েছিলেন বোয়েটাং।

যদিও ৭৪ মিনিটে মঞ্জুরুর রহমান মানিক গোল করে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু তার দল সফল হতে পারেনি। ৩-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।