ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

৭ দিনের মধ্যে ভাগ্য নির্ধারণ হবে বাটলার-কাবরেরার

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
৭ দিনের মধ্যে ভাগ্য নির্ধারণ হবে বাটলার-কাবরেরার

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন কমিটির দ্বিতীয় সাধারণ সভা ছিল আজ। বাফুফে ভবনে প্রায় তিন ঘন্টা চলা এই সভায় বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

তবে বাংলাদেশ জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা এবং সাফ জয়ী নারী দলের কোচ পিটার বাটলারের চুক্তি নবায়ন নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।  

সাত দিনের মধ্যে এই কোচদের চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহি কমিটির সদস্য এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। বাফুফের সঙ্গে আগামী ৩১ ডিসেম্বর চুক্তি শেষ হবে দুই কোচের।  

আজ মিটিং শেষে আমিরুল ইসলাম বাবু বলেন, ‘কোচ নিয়ে আলাপ হয়েছে। উনার (হাভিয়ের কাবরেরার) সময় ডিসেম্বরের ৩১ তারিখ পর্যন্ত, কেবল, উনার নয়, পিটার বাটলারের সময়ও ৩১ ডিসেম্বর পর্যন্ত। এটা আগামী সাত দিনের মধ্যে সভাপতি মহোদয় আমাদের সাথে আবারও বসবেন, এই ব্যাপারটা নিয়ে সিদ্ধান্ত নিবেন। ’ 

২০২২ সালে বাংলাদেশ জাতীয় দলের কোচের দায়িত্ব নেন কাবরেরা। এক বছরের চুক্তিতে বাংলাদেশে আসেন এই স্প্যানিশ কোচ। এরপর তার চুক্তি নবায়ন করা হয় এ বছরের ডিসেম্বর পর্যন্ত। সামনেই বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইয়ের মিশন রয়েছে। ধারনা করা হচ্ছে আবারও চুক্তির মেয়াদ বাড়তে পারে এই কোচের।  

এছাড়া পিটার বাটলার এলিট একাডেমি কোচ হিসেবে বাংলাদেশ অধ্যায় শুরু করেন। মারুফুল হক চলে যাবার পর গত সাফ চ্যাম্পিয়নশিপে তাকে নারী দলের হেড কোচ করে বাফুফে। সফল এই কোচের বাফুফে ভবিষ্যৎ সত্যিই সংশয়ে। ফেডারেশনের একটি সূত্র বলছে, নারী ফুটবলারদের বড় একটি অংশ আপত্তি জানিয়েছে তার চুক্তি নবায়ণ নিয়ে। আগামী সাত দিনের মধ্যেই এই ধোয়াশা কেটে যাবে।  

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।