ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ফুটবল

আসছে সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৫
আসছে সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ

২০২৬ সাল থেকে ক্লাব চ্যাম্পিয়নশিপ আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে সাফ। আজ নেপালে আয়োজিত সাফের সভায় এই সিদ্ধন্ত নেওয়া হয়েছে।

সভায় সভাপিত্ব করেছেন বাফুফের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন।

২০২৬ সাল থেকে প্রতি বছর সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। ৮ দল নিয়ে হবে নতুন এই টুর্নামেন্ট। র‍্যাংকিংয়ের শীর্ষে থাকা দেশের দুটি ক্লাব খেলবে এই টুর্নামেন্টে। বাকি ৬ দেশের ৬ ক্লাব। দুই গ্রুপে খেলা হবে।

এছাড়া সাফের সভায় সাফ চ্যাম্পিয়নশিপ এক ভেন্যুর বদলে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে আয়োজনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। যদিও এই সভায় সিদ্ধান্তটি চূড়ান্ত হয়নি। সাফের সব সদস্য দেশের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সভার পর জানিয়েছেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল।  

হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে সাফ হলে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান খেলবে নিরপেক্ষ ভেন্যুতে। আজ নেপালের কাঠমান্ডুতে সাফের নির্বাহী কমিটির সভায় এমন সিদ্ধান্ত হয়েছে।  

আজকের সভায় মার্কেটিং কোম্পানি স্পোর্টস ফাইভের সঙ্গে চুক্তি হয়েছে। এই চুক্তির আলোকে সাফের কয়েকটি টুর্নামেন্ট সেই কোম্পানি ব্যয় বহন করবে। এ নিয়ে সাফের সাধারণ সম্পাদক বলেন, ‘সাফ মেন্স ও ওমেন্সের পাশাপাশি সাফ ২৩ এবং সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ এই চার টুর্নামেন্টের সঙ্গে মার্কেটিং কোম্পানির চুক্তি হয়েছে। ২০২৬ সাল থেকে প্রতি বছর ক্লাব চ্যাম্পিয়নশিপ হবে। ’ 

ক্লাব চ্যাম্পিয়নশিপের রূপরেখা নিয়ে সাফের সাধারণ সম্পাদক হেলাল ব্যাখ্যা দিয়েছেন এভাবে, ‘সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপে আটটি দল অংশগ্রহণ করবে। র‍্যাংকিংয়ে শীর্ষে থাকা দেশের ক্লাব দুটি, বাকি দেশগুলো থেকে একটি ক্লাব অংশ নেবে। আটটি ক্লাব দুই গ্রুপে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে খেলবে। ফাইনালটি হবে হোম অ্যান্ড অ্যাওয়ে। ’ 

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৫
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।