ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

ফুটবল

ভালেন্সিয়াকে ৭ গোল দিয়ে জয়ে ফিরলো বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৫
ভালেন্সিয়াকে ৭ গোল দিয়ে জয়ে ফিরলো বার্সা গোলের পর রাফিনিয়ার উদযাপন/সংগৃহীত ছবি

লা লিগায় টানা ৪ ম্যাচে জয়হীন থাকার পর অবশেষে বিধ্বংসী রূপে ফিরলো বার্সেলোনা। ভালেন্সিয়ার জালে রীতিমতো গোল উৎসব করল কাতালান জায়ান্টরা।

গতকাল রাতের ম্যাচে প্রতিপক্ষকে ৭-১ গোলে হারিয়েছে বারসা। ম্যাচে জোড়া গোল ও জোড়া অ্যাসিস্ট করেছেন ফেরমিন লোপেজ। একটি করে গোল করেছেন রবের্ত লেভানদোভস্কি, রাফিনিয়া, ফ্রেংকি ডি ইয়ং এবং ফেরান তোরেস। অন্যটি ভালেন্সিয়ার কাছ থেকে 'উপহার' (আত্মঘাতী গোল) পায় বার্সা।  

টানা পয়েন্ট হারানোর পরও অবনমন অঞ্চলের দল ভালেন্সিয়ার বিপক্ষে মূল একাদশে লেভা, পেদ্রিদের রাখেননি বার্সা কোচ হান্সি ফ্লিক। তবে তাতে অবশ্য গোল পেতে কোনো অসুবিধা হয়নি বার্সার। তৃতীয় মিনিটেই এগিয়ে যায় তারা। লামিনে ইয়ামালের ডি-বক্সে পাঠানো ক্রসে বল পেয়ে প্রথম স্পর্শে নিয়ন্ত্রণে নিয়ে কিছুটা শুয়ে পড়ে বল জালে পাঠিয়ে দেন ডি ইয়ং।

এগিয়ে যাওয়ার পর উজ্জীবিত বার্সা একের পর এক আক্রমণ সাজায়। কিছুক্ষণের মধ্যেই তার ফলও পেয়ে যায় তারা। পঞ্চম মিনিটে রাফিনিয়ার শট অল্পের জন্য পোস্ট ঘেঁষে বেরিয়ে যাওয়ার মিনিট তিনেক পর ব্যবধান দ্বিগুণ করেন তোরেস। আলেহান্দ্রো বালদের দারুণ ক্রসে প্রথম স্পর্শেই জালের ঠিকানা খুঁজে নেন স্প্যানিশ ফরোয়ার্ড।  

দুই গোল হজম করে ভালেন্সিয়াও বার্সার রক্ষণে চাপ বাড়ানোর মরিয়া চেষ্টা চালায়। কিন্তু উল্টো ১৪তম মিনিটে আরও এগিয়ে যায় বার্সা। ইয়ামালের ব্যাকহিলে বল পেয়ে রাফিনিয়াকে খুঁজে নেন লোপেস। অবস্থা বেগতিক দেখে ডি-বক্সের বাইরে বেরিয়ে আসেন ভালেন্সিয়া গোলরক্ষক জিওর্জি মামার্দাশভিলি। কিন্তু তাকে এড়িয়ে আড়াআড়ি শটে বল জালে পাঠিয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।  

২৪তম মিনিটে স্কোরলাইন ৪-০ করে বার্সা। এবার মাঝমাঠ থেকে পাউ কুবার্সির বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে জোরাল শটে লক্ষ্যভেদ করেন লোপেস। যদিও অফসাইডের ইশারা দেন রেফারি, কিন্তু পরে ভিএআর দেখে গোলের বাঁশি বাজান। এ মৌসুমে ২১ বছর বয়সী মিডফিল্ডার লোপেসের এটি প্রথম গোল। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ফের গোল করেন লোপেস। এবার রাফিনিয়ার প্রচেষ্টা ব্যর্থ হলে বল পেয়ে নিচু শটে লক্ষ্যে পাঠান তিনি।

বিরতির আগেই ৫-০ গোলে এগিয়ে থাকা বার্সা দ্বিতীয়ার্ধেও সমান চাপ ধরে রাখে। তবে স্রোতের বিপরীতে ৫৯তম মিনিটে ব্যবধান কমায় ভালেন্সিয়া। দিয়েগো লোপেসের ক্রসে কাছ থেকে জাল খুঁজে নেন দুরো। ৬৬তম মিনিটে ব্যবধান ৬-১ করেন রাফিনিয়ার বদলি নামা লেভা। এবারের আসরে তার গোল এখন ১৭টি। এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ গোলদাতা এই পোলিশ স্ট্রাইকার। আর ৭৫তম মিনিটে তোরেসের শট গোলকিপার ঠেকিয়ে দিলে ফিরতি বল ঠেকাতে গিয়ে নিজেদের জালেই পাঠিয়ে দেন ভালেন্সিয়ার সেসার তারেগা।

২১ ম্যাচে ১৩ জয় ও ৩ ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে তিনে উঠে এসেছে বার্সা। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। দুইয়ে থাকা আতলেতিকো মাদ্রিদের সংগ্রহ ৪৫ পয়েন্ট।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।