আগের ম্যাচগুলোতে কষ্টার্জিত জয় পেলেও প্যারাগুয়ের বিপক্ষে উড়েছে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল। দারুণ জয়ে টেবিলের শীর্ষে থেকে শিরোপার পথ আরও উন্মুক্ত করলো তারা।
অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে আজ প্যারাগুয়ে যুবাদের ৩-১ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। গুস্তাবো প্রাদো শুরুতে ব্রাজিলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন রায়ান। প্রথমার্ধের আগে প্যারাগুয়ের আনহেল সেবাস্তিয়ান বিলাসানতি এক গোল শোধ করলেও বিরতির পর আলিসন সান্তার গোলে ব্রাজিলের জয় নিশ্চিত হয়।
অপরদিকে কলম্বিয়ার বিপক্ষে লড়তে হয়েছে আর্জেন্টিনাকে। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে গিয়েও বেগ পোহাতে হয়েছে তাদের। তবে নির্ধারিত সময়ের চার মিনিট আগে ইয়ান সুবিয়াবরের গোলে এগিয়ে যা তারা। এই গোলেই জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার।
৩ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ব্রাজিল। সমান ম্যাচে সমান জয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকা আর্জেন্টিনা টেবিলের দুইয়ে। ৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে কলম্বিয়া। সমান পয়েন্ট নিয়ে চার নম্বরে প্যারাগুয়ে।
বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫
আরইউ