চোট জর্জরিত রিয়াল মাদ্রিদ ধুঁকছিল লম্বা সময় ধরে। সেই তালিকা ধীরে ধীরে হয়ে আসছিল লম্বা।
আজ লা লিগার ম্যাচে ওসাসুনার মুখোমুখি হবে রিয়াল। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আসেন ক্লাবটির কোচ কার্লো আনচেলত্তি। সেখানে আলাবা ও রুডিগারের পাশাপাশি লুকাস ভাসকেসের ফেরার খবরও দিয়েছেন তিনি। তার ভাষ্যা, ‘রুডিগার ও আলাবার (ফিটনেসের) উন্নতি হচ্ছে। তারা একাকী অনুশীলন চালিয়ে যাবে এবং ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলতে প্রস্তুত থাকবে। লুকাস ভাসকেসও প্রস্তুত থাকবে। ’
মৌসুমের শুরু থেকেই একের পর এক চোটে পড়েছে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা। নিয়মিত ডিফেন্ডারদের সবাই অর্থাৎ, দানি কারভাহাল, ডেভিড আলাবা, এদার মিলিতাও, রুডিগার, লুকাস ভাসকেস সবাই আছেন ইনজুরিতে। এর মধ্যে নিজেদের একাডেমি থেকে আসেন্সিওর পাশাপাশি ডিফেন্সে রিয়াল কোচ খেলিয়েছেন চুয়ামেনি, ভালভার্দে ও কামাভিঙ্গাকে।
এই রক্ষণভাগ নিয়েও লা লিগার শীর্ষে রয়েছে ক্লাবটি। পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগে হারিয়েছে ম্যানচেস্টার সিটিকে। শেষ ষোলোয় ওঠার আশায় আগামী বুধবার ঘরের মাঠে ফিরতি লেগের লড়াইয়ে নামবে তারা।
বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৫
আরইউ