ঢাকা, শনিবার, ৭ চৈত্র ১৪৩১, ২২ মার্চ ২০২৫, ২১ রমজান ১৪৪৬

ফুটবল

রোনালদোর পর্তুগালকে দর্শক বানিয়ে জিতলো ডেনমার্ক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, মার্চ ২১, ২০২৫
রোনালদোর পর্তুগালকে দর্শক বানিয়ে জিতলো ডেনমার্ক গোলের পর রোনালদোর সিউ উদযাপন রাসমুস হইলুন্দের/সংগৃহীত ছবি

নিজের আইডল ক্রিস্টিয়ানো রোনালদোর সামনেই গোল করে 'সিউ' উদযাপন করলেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড রাসমুস হইলুন্দ। আর তাতে ভর করে রোনালদোর পর্তুগালকে হারিয়ে দিল হাইলুন্দের ডেনমার্ক।

নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পর্তুগালের বিপক্ষে ১-০ গোলে জিতেছে ডেনিশরা। প্রথমে একটি সহজ সুযোগ মিস করলেও, পরের মিনিটেই আন্দ্রেস স্কোভ ওলসেনের ক্রস থেকে ঠাণ্ডা মাথায় দুর্দান্ত একটি গোল করে দলকে জিতিয়ে দেন হইলুন্দ।

৭৮তম মিনিটে করা ওই গোলটি হইলুন্দর জন্য বিশেষ, কারণ ক্লাব ও দেশের হয়ে পরপর দুই ম্যাচে গোল করেছেন। গত সপ্তাহে লেস্টারের বিপক্ষে ২১ ম্যাচ পর প্রিমিয়ার লিগে গোল পেয়েছিলেন তিনি।  

২২ বছর বয়সী এই ফরোয়ার্ড সম্প্রতি বলেছিলেন, 'আমি ফুটবলের প্রেমে পড়েছিলাম ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য। ' গোল করার পর তিনি রোনালদোর পরিচিত 'সিউ' সেলিব্রেশনও করেন।

পুরো ম্যাচে দাপট দেখিয়েই জয় পেয়েছে ডেনমার্ক। নতুন কোচ ব্রায়ান রিইমারের অধীনে তারা আত্মবিশ্বাস নিয়ে পর্তুগালের লিসবনে সফরে যাবে দ্বিতীয় লেগের জন্য।  

পর্তুগাল শুরুতেই পিছিয়ে পড়তে পারতো। কিন্তু প্রথমার্ধে এরিকসেনের পেনাল্টি শট ডানদিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন পর্তুগিজ গোলরক্ষক দিয়েগো কস্তা। এরিকসেনের ভলি বক্সে থাকা রেনাতো ভেইগার হাতে লাগলে পেনাল্টি পেয়েছিল ডেনমার্ক।  

অন্যদিকে পর্তুগালের দলীয় পারফরম্যান্স মোটেই আশা জাগানিয়া ছিল না। বিশেষ করে অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো কোনো বড় প্রভাব ফেলতে পারেননি। তার একমাত্র অবদান ছিল একটি হেড, যা পোস্টের বাইরে চলে যায়।  

এরিকসেনের একটি শট তার ম্যানচেস্টার ইউনাইটেডের সতীর্থ দিয়োগো দালোত লাইন থেকে ক্লিয়ার করে দেন এবং একটি ফ্রি-কিকও ব্যর্থ হয়। অবশেষে হইলুন্দের গোল ম্যাচের ফলাফল নির্ধারণ করে দেয়।  

এই টাইয়ের পরাজিত দলটি স্কটল্যান্ডের বিশ্বকাপ কোয়ালিফাইং গ্রুপে চলে যাবে, যেখানে গ্রিস এবং বেলারুশও রয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, মার্চ ২১, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।