ঢাকা, বুধবার, ১২ চৈত্র ১৪৩১, ২৬ মার্চ ২০২৫, ২৫ রমজান ১৪৪৬

ফুটবল

সুযোগের পর সুযোগ হারিয়ে বিরতিতে বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট, শিলং থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৫
সুযোগের পর সুযোগ হারিয়ে বিরতিতে বাংলাদেশ ছবি: সংগৃহীত

ম্যাচ শুরুর কিছুক্ষণ পরেই মাঠ ছাড়তে হয় তপু বর্মনকে। এর আগে অবশ্য কয়েকটি সুযোগ নষ্ট করে বাংলাদেশ।

যার ধারাবাহিকতা বজায় রাখে পুরো প্রথমার্ধ জুড়েই। পাশাপাশি দুর্দান্ত ছিলেন হামজা চৌধুরী। তবে সুযোগ মিসের মহড়ায় ঢাকা পড়ে গেছে তার পারফরম্যান্স।  

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে আজ ভারতের জওহরলাল স্টেডিয়ামে গোলশূন্য প্রথমার্ধ নিয়ে বিরতিতে গিয়েছে বাংলাদেশ ভারত।

ম্যাচের শুরু মিনিটেই রাইট উইংয়ে লং বল বাড়ান মাঝ মাঠ থেকে। সেই বল পান ভারতের গোলরক্ষক বিশাল কাইথের কাছে। বিশালের ভুলে আবারও বল জনি। ফাঁকা গোলবারে জনির শট সাইডবারে লাগে। সেখান থেকেই শুরু এরপর ভারতের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করে বাংলাদেশ। প্রথামার্ধে বাংলাদেশ বেশ কিছু সুযোগ তৈরি করেছিল। তা কাজে লাগাতে পারলে প্রথমার্ধের স্কোরলাইন ভিন্ন হতে পারতো।

১২তম মিনিটে দারুন এক গোলের সুযোগ মিস করে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। ভারতের গোলরক্ষক শট নিতে গেলে তা লাগে তপু বর্মনের গায়ে। ফিরতি বলে ডি-ক্সের ভেতর থাকা হৃদয় খালি পোষ্টেও গোল করতে পারেননি। তার শট গোললাইন থেকে ক্লিয়ার করেন শুভাশিষ বোস।

১৮ মিনিটে শেখ মোরসালিনের ক্রসে শাহরিয়ার ইমনের হেড লক্ষ্যভ্রষ্ট হয়। ২০ মিনিটে আয়ুশ ছেত্রীকে ফাউল করে হলুদ কার্ড দেখেন জনি। এরপর বড় ধাক্কা খেতে হয় বাংলাদেশকে। দলের অধিনায়ক তপু বর্মণ মাঠ ছাড়ে ইনজুরি নিয়ে। । তার পরিবর্তে মাঠে নামেন রহমত মিয়া।

ভারত প্রথম গোলমুখে শট নেয় ২৮তম মিনিটে। তবে লিস্টন কোলাসোর শট সহজেই নিজের মুঠোয় নেন বাংলাদেশ গোলরক্ষক মিতুল মারমা। এরপর আক্রমণের ধার বাড়ায় স্বাগতিকরা। ৩০তম মিনিটে উদন্ত সিংয়ের হেড প্রতিহত করেন তারিক কাজী। ফিরতি বলে সুযোগ এসেছিল ফারুকের সামনেও। তবে তাঁর শট ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন মিতুল।  

৪১তম মিনিটে আবারও হতাশ করেন জনি। শুভাশিষ ও সন্দেশ জিঙ্ঘানকে পেছনে ফেলে দৌড়ে ডিবক্সের সামনে এগিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু গোলরক্ষকে একা পেয়েও পরাস্ত করতে পারেননি এই মিডফিল্ডার।

হামজার অর্ন্তভূক্তি বাংলাদেশের খেলায় গতি যোগ করেছে। প্রথমার্ধের গোল মিসের মহড়া দ্বিতীয়ার্ধে গোলে রূপান্তরিত হবে এমনটাই প্রত্যাশা সকলের।

বাংলাদেশ সময়: ২০33 ঘণ্টা, মার্চ ২৫, ২০২৫
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।