ঢাকা, বৃহস্পতিবার, ১৯ চৈত্র ১৪৩১, ০৩ এপ্রিল ২০২৫, ০৪ শাওয়াল ১৪৪৬

ফুটবল

বড় বিপদে সিটি, ৭ সপ্তাহ মাঠের বাইরে হালান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৫
বড় বিপদে সিটি, ৭ সপ্তাহ মাঠের বাইরে হালান্ড আর্লিং হালান্ড/সংগৃহীত ছবি

গোড়ালির চোটের কারণে ৫ থেকে ৭ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হালান্ড। ক্লাবের হেড কোচ পেপ গার্দিওলা এই দুঃসংবাদ দিয়েছেন।

 

গত রোববার এফএ কাপের কোয়ার্টার-ফাইনালে বোর্নমাউথের বিপক্ষে ম্যাচে গোল করলেও ৬১তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় হালান্ডকে। ম্যাচ শেষে দেখা যায়, ক্রাচে ভর দিয়ে হাঁটছেন তিনি, আর বাঁ পায়ে রয়েছে সুরক্ষামূলক বুট।  

গার্দিওলা বলেন, "চিকিৎসকরা জানিয়েছেন, হালান্ডকে ৫ থেকে ৭ সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। আশা করছি, মৌসুমের শেষ দিকে ও ক্লাব বিশ্বকাপের আগে সে ফিট হয়ে উঠবে। "

৫ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকলে তিনি অন্তত ৬টি ম্যাচ মিস করবেন, যার মধ্যে ২৬ এপ্রিল নটিংহাম ফরেস্টের বিপক্ষে এফএ কাপ সেমিফাইনালও রয়েছে। আর ৭ সপ্তাহের জন্য বাইরে থাকলে ১৭ মে এফএ কাপ ফাইনালেও (যদি সিটি সেখানে পৌঁছায়) খেলা অনিশ্চিত হয়ে যাবে।  

হালান্ড ফিরতে পারেন ১০ মে সাউদাম্পটনের বিপক্ষে লিগ ম্যাচে বা ২৫ মে ফুলহামের বিপক্ষে লিগের শেষ ম্যাচে। এরপর জুন-জুলাইয়ে ক্লাব বিশ্বকাপে ম্যান সিটির হয়ে মাঠে নামতে পারেন।

এদিকে, অ্যাস্টন ভিলার বিপক্ষে সিটির লিগ ম্যাচ এফএ কাপ সেমিফাইনালের কারণে পিছিয়ে দেওয়া হয়েছে, তবে কবে হবে তা এখনও নির্ধারিত হয়নি।  

হালান্ডের চোট সিটির জন্য কত বড় ধাক্কা?

হালান্ড এই মৌসুমে ৩০ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন। কিন্তু তার চোট মানে,  সিটির আক্রমণভাগ কিছুটা দুর্বল হয়ে যাবে। তার অনুপস্থিতিতে হুলিয়ান আলভারেজ কিংবা অন্য কাউকে এই দায়িত্ব নিতে হবে।  

এই মৌসুমে সিটি চ্যাম্পিয়ন্স লিগ ও কারাবাও কাপ থেকে আগেই বাদ পড়েছে। প্রিমিয়ার লিগেও তারা পঞ্চম স্থানে, চ্যাম্পিয়ন্স লিগের জায়গা নিশ্চিত করতে চেলসির থেকে এক পয়েন্ট পেছনে রয়েছে । ফলে এফএ কাপই এখন শিরোপা জেতার শেষ সুযোগ।

এগিয়ে যাওয়ার লড়াই

গার্দিওলার দলের জন্য এটি বড় ধাক্কা হলেও, সিটি এখনও এফএ কাপ ও লিগে প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাবে। এখন দেখার বিষয়, হালান্ড ছাড়া সিটি কতটা ভালো করতে পারে এবং মৌসুমের বাকি অংশে নিজেদের গুছিয়ে নিতে পারে কিনা।

বাংলাদেশ সময়ছ ১৯২০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।