ঢাকা, রবিবার, ৩০ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

ফুটবল

টাইব্রেকারে জিতে ফেডারেশন কাপের ফাইনালে আবাহনী

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৫
টাইব্রেকারে জিতে ফেডারেশন কাপের ফাইনালে আবাহনী ছবি: বাফুফে

ফেডারেশন কাপের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে বসুন্ধরা কিংসকে টাইব্রেকারে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে আবাহনী। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

সেখানেও নিষ্পত্তি না হলে টাইব্রেকারে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়। সেখানে ৪-২ ব্যবধানে ফাইনালে নাম লিখায় আবাহনী।

প্রথমার্ধের শেষ দিকে দশজনের দলে পরিণত হয় আকাশি নীলরা। বাকিটা সময় দশ জন নিয়ে খেললেও সুযোগ কাজে লাগাতে পারেনি কোচ ভালেরিউ তিতার দল।  

আজ ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে টাইব্রেকারের জন্য মাঠে নামা আনিসুর রহমান জিকো শুরুতে ঝলক দেখান। আবাহনীর জাফর ইকবালের প্রথম শট আটকে দেন। এরপর যদিও রাফায়েল, সবুজ, এমেকা ও সবশেষ ইব্রাহিমের শট আর রুখতে পারেননি।

কিংসের প্রথম শট জালে জড়ান জোনাথন ফের্নান্দেস। এরপর শেখ মোরসালিন জালে খুঁজে নিলেও রাব্বি হোসেনের শট ঝাপিয়ে ফেরান মিতুল। চতুর্থ শটে ডেসিয়েলও উড়িয়ে মারেন পোস্টের ওপর দিয়ে। এতেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়।

ঘাড়ের চোটের কারণে রক্ষণে কিংস পায়নি কাজী তারিক ও রায়হানকে। চোট কাটিয়ে ফেরা আর্জেন্টাইন ফরোয়ার্ড হুয়ান লেসকানোকেও শুরুর একাদশে রাখার ঝুঁকি নেননি কোচ ভালেরি তিতে। তাতে কিংসের আক্রমণে ছিল না চেনা ধার। ১৬ মিনিটে ম্যাচের প্রথম উল্লেখযোগ্য আক্রমণের দেখা মেলে। সেটাও সেটপিস থেকে। জোনাথন ফের্নান্দেসের ফ্রি কিকে ব্রাজিলিয়ান ডিফেন্ডার দেসিয়েল এলিস দস সান্তোসের হেড আটকে আবাহনীর ত্রাতা গোলকিপার মিতুল মারমা।

কুলিং ব্রেকের পর আক্রমণের ধার বাড়ায় কিংস, কিন্তু মিতুলের বিশ্বস্ত দেয়ালে চিড় ধরানোর জন্য তা ছিল না যথেষ্ট। ৩৭ মিনিটে রাকিব হোসেনের আড়াআড়ি ক্রস গোলমুখে পান ফয়সাল আহমেদ ফাহিম, কিন্তু মিতুল ঝাঁপিয়ে ফেরান। এরপর মজিবর রহমান জনির কোনাকুনি শট যায় পোস্টের বাইরে দিয়ে।

৪২ মিনিটে বড় ধাক্কা খায় আবাহনী। ফাহিমকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন আসাদুজ্জামান বাবলু। বিরতির পর ১০ জনের আবাহনীর ওপর চেপে বসে কিংস। তবে যেভাবে গোলের আক্রমণ হওয়ার কথা তা হয়নি।  

তাদের একমাত্র গোলটি এসেছে ৫৫ মিনিটে। গোলকিপার ও ডিফেন্ডারদের মধ্যে ভুল বোঝাবুঝিতে সহজেই গোল করে দলকে এগিয়ে নেন মজিবর রহমান জনি। ব্রাজিলিয়ান ফের্নান্দেজের ক্রসে জনি প্লেসিং করে জাল কাঁপান। এরপর ফাহিম-মোরসালিনরা সুযোগ পেয়েও ব্যবধান বাড়াতে পারেননি।

৮৪ মিনিটে আবাহনী সমতায় ফেরে। রাফায়েলের ফ্রি-কিক গোলফ্রেমে বাধা প্রাপ্ত হয়ে সামনের দিকে এসে পড়লে বদলি ফরোয়ার্ড আরমান ফয়সাল আকাশ প্লেসিং করতে ভুল করেননি।

অতিরিক্ত সময়ের পর টাইব্রেকারে ম্যাচের নিষ্পত্তি হয়েছে। মৌসুমে এ নিয়ে টানা দ্বিতীয়বার কিংসকে হারালো আবাহনী।

অন্য ম্যাচে আগে গোল করেও জিততে পারেনি ব্রাদার্স ইউনিয়ন। কামাল বাবুর রহমতগঞ্জ ২-১ গোলে গোপিবাগের দলকে হারিয়ে ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রেখেছে। দ্বিতীয় এলিমিনেটরে রহমতগঞ্জ মুখোমুখি হবে বসুন্ধরা কিংসের। যে দল জিতবে তারা ট্রফির জন্য লড়বে আবাহনীর বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৫
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।