ঢাকা, রবিবার, ৩০ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

ফুটবল

কুবার্সির গোল ‘ছিনিয়ে নিয়ে’ ক্ষমা চাইলেন রাফিনিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
কুবার্সির গোল ‘ছিনিয়ে নিয়ে’ ক্ষমা চাইলেন রাফিনিয়া ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ গতকাল রাতে বার্সেলোনার প্রথম গোলটি নিয়ে বিতর্ক কম হয়নি। পাউ কুবার্সির শট ঠিক গোললাইনে গিয়ে স্লাইড করে পায়ের টোকায় নিজের করে নেন রাফিনিয়া।

অবশ্য এটি প্রয়োজন ছিল না ব্রাজিলিয়ান তারকার। তবে ‘সহজাত প্রতিক্রিয়া’ হিসেবেই বিষয়টি করেছেন বলে জানিয়ে ক্ষমা চান তিনি।  

বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে গতকাল রাতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৪-০ ব্যবধানে জিতে বার্সেলোনা। রবের্ত লেভানদোভস্কির জোড়া গোলের পাশাপাশি একটি করে গোল করেন লামিনে ইয়ামাল ও রাফিনিয়া। এর মধ্যে প্রথম গোলটি নিয়েই হয়েছে সমালোচনা। যে কারণে কুবার্সির কাছে ক্ষমা চান গোলস্কোরার রাফিনিয়া।  

এই গোল নিয়ে ম্যাচ শেষে সাংবাদিকের প্রশ্নের উত্তরে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বলেন, ‘অফসাইডে ছিলাম কি-না, প্রথম গোলের সময় আমি এই চিন্তায় ছিলাম। যাক, শেষ পর্যন্ত গোলটা দেওয়া হয়েছে। কুবার্সির কাছে আমি ক্ষমা চেয়েছি। সে এটা নিয়ে ভাবতে মানা করেছে, সে এটাকে একটা অ্যাসিস্ট হিসেবে ধরছে। আমি ভেবেছিলাম, বল বাইরে চলে যাচ্ছে, ওটা ছিল একটা সহজাত প্রতিক্রিয়া। ’

এই গোলে অবশ্য রেকর্ডও গড়েছেন রাফিনিয়া। সবমিলিয়ে আসরে ১২ গোল করা এই ফরোয়ার্ড অ্যাসিস্ট করেছেন সাতটি। সবমিলিয়ে ১৯ গোলে অবদান রেখেছেন তিনি। যেটি কোনো এক আসরে লিওনেল মেসির সেরা পারফরম্যান্সের সমান।  

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।