লিভারপুলের সঙ্গে নতুন করে দুই বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন মিশরীয় তারকা ফরোয়ার্ড মোহামেদ সালাহ।
আগের চুক্তি শেষ হওয়ার কথা ছিল চলতি গ্রীষ্মেই।
এ পর্যন্ত ক্লাবটির হয়ে ৩৯৩ ম্যাচে ২৪৩ গোল আর ১০৯টি অ্যাসিস্ট করেছেন সালাহ। নতুন চুক্তির ফলে এই সংখ্যাগুলো আরও বড় করার সুযোগ পাচ্ছেন তিনি।
চুক্তি নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে সালাহ বলেন, "অবশ্যই আমি খুব খুশি। আমাদের দলে এখন অনেক ভালো খেলোয়াড় আছে। আগেও ছিল। আমি চুক্তি করেছি, কারণ বিশ্বাস করি আমরা আরও শিরোপা জিততে পারি এবং খেলাটা উপভোগ করতে পারি। "
তিনি আরও বলেন, "এখানে আট বছর কেটেছে, আশা করি তা দশ বছরে পৌঁছাবে। জীবনের সেরা সময়টা এখানেই কাটাচ্ছি। "
এই মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৩২টি গোল করেছেন সালাহ, যার ২৭টিই প্রিমিয়ার লিগে। লিভারপুল এখন লিগ টেবিলের শীর্ষে, দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে আছে। মৌসুমের আর বাকি আছে মাত্র সাতটি ম্যাচ।
২০১৭ সালে ইতালিয়ান ক্লাব রোমা থেকে লিভারপুলে যোগ দেন সালাহ। এরপর ক্লাবটির হয়ে জিতেছেন চ্যাম্পিয়নস লিগ, প্রিমিয়ার লিগ, এফএ কাপ, লিগ কাপ ও ক্লাব বিশ্বকাপের মতো বড় বড় ট্রফি।
এই গ্রীষ্মে সালাহ ছাড়াও আরও দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়—ভার্জিল ফন ডাইক ও ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের চুক্তি শেষ হচ্ছে। ফন ডাইক ইতোমধ্যে জানিয়েছেন, চুক্তি নবায়ন নিয়ে আলোচনা এগোচ্ছে। তবে আলেক্সান্ডার-আর্নল্ডকে নিয়ে রিয়াল মাদ্রিদের আগ্রহের খবর শোনা যাচ্ছে।
সালাহর আগের চুক্তি অনুযায়ী তার সাপ্তাহিক পারিশ্রমিক ছিল ৩.৫ লাখ পাউন্ডেরও বেশি, যা তাকে ক্লাব ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড়ে পরিণত করেছিল। নতুন চুক্তিতে সেই অঙ্কে ছাঁটাই হয়নি বলেই মনে করা হচ্ছে।
অবশেষে পরিসমাপ্তি হলো সালাহর চুক্তি নাটকের
সালাহর ভবিষ্যৎ নিয়ে গত কয়েক মাসে অনেক ধোঁয়াশা তৈরি হয়েছিল। সেপ্টেম্বর মাসে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গোল করার পর তিনি বলেন, এই মৌসুমটাই হয়তো অ্যানফিল্ডে তার শেষ। কারণ তখনও কেউ চুক্তির বিষয়ে কিছু বলেনি।
নভেম্বরে সাউদাম্পটনের বিরুদ্ধে জয়ের পর সালাহ বলেন, তিনি হতাশ এবং ক্লাবে থাকার সম্ভাবনা কম বলেই মনে করছেন।
জানুয়ারিতে তিনি আবার বলেন, দুই পক্ষের মধ্যে চুক্তি নিয়ে আলোচনা খুব একটা এগোয়নি। একই সময়ে সৌদি আরবের ক্লাব আল-ইত্তিহাদ তার জন্য ১৫০ মিলিয়ন পাউন্ডের বিশাল প্রস্তাব দিয়েছিল, যা লিভারপুল ফিরিয়ে দেয়।
সৌদি ক্রীড়ামন্ত্রী সালাহকে “বড় পুরস্কার” বলে মন্তব্য করে বলেছিলেন, তারা তাকে পেতে আগ্রহী। তবে লিভারপুলের ম্যানেজার আর্নে স্লট তখন বলেছিলেন, তিনি চান সালাহ থাকুন এবং সালাহ নিজেও যথেষ্ট বিচক্ষণ—নিজের ভবিষ্যৎ নিয়ে সঠিক সিদ্ধান্ত নেবেন।
শেষ পর্যন্ত ঠিক সেটাই হলো। আনুষ্ঠানিকভাবে চুক্তির ঘোষণা দেওয়ার সময় লিভারপুল ক্লাব আনফিল্ডের মাঠে এক সিংহাসনে বসা সালাহর একটি ছবি প্রকাশ করে, যার ক্যাপশন ছিল, "More in than out"—মানে, এখন তিনি 'যাওয়ার চেয়ে থাকতেই বেশি আগ্রহী'।
বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৫
এমএইচএম