দানি ওলমোর একমাত্র গোলে মায়োর্কাকে হারিয়ে লা লিগার শীর্ষে নিজেদের অবস্থান আরও দৃঢ় করেছে বার্সেলোনা। ম্যাচজুড়ে দাপট দেখালেও গোলের দেখা পাচ্ছিল না বার্সা, আর সেই চাপ কমিয়ে স্বস্তির গোল এনে দেন ওলমো দ্বিতীয়ার্ধের শুরুতেই।
প্রথমার্ধে একের পর এক আক্রমণ করে বার্সা, কিন্তু মায়োর্কার গোলরক্ষক লিও রোমান ছিলেন দুর্দান্ত। লামিন ইয়ামাল ও ফেরান তোরেসকে ঠেকিয়ে দেন বেশ কয়েকবার। এমনকি এক সময়ে মাত্র ১৫ সেকেন্ডের মধ্যে বার্সার টানা চারটি শট ঠেকিয়ে দেন রোমান ও তার রক্ষণভাগ।
বল দখলে বার্সার একচেটিয়া আধিপত্য থাকলেও (৭৮ শতাংশ), মায়োর্কাও কয়েকবার সুযোগ তৈরি করেছিল, যদিও সবগুলোই অফসাইডের কারণে বাতিল হয়।
প্রথমার্ধে গোল না পাওয়ায় বার্সার সমর্থকরা কিছুটা হতাশ ছিলেন, স্টেডিয়ামে দুয়োও শোনা যাচ্ছিল। কিন্তু বিরতির ঠিক ৪১ সেকেন্ড পর ওলমো বাঁ পায়ের দুর্দান্ত এক ফিনিশে গোল করে গ্যালারিতে ফেরান হাসি।
কোপা দেল রে ফাইনালের কথা মাথায় রেখে কোচ হানসি ফ্লিক এই ম্যাচে সাতটি পরিবর্তন এনেছিলেন। দ্বিতীয়ার্ধে রাফিনহা ও ফারমিন লোপেজকে নামিয়ে দ্বিতীয় গোলের চেষ্টা চালালেও মায়োর্কার রোমান ছিলেন প্রতিরোধের প্রাচীর, মোট ১১টি সেভ করেন তিনি।
পুরো ম্যাচে বার্সা নিয়েছে ৪০টি শট, এই মৌসুমে লা লিগায় কোনো দলের সবচেয়ে বেশি শট। অথচ মায়োর্কা একটিও লক্ষ্যে রাখতে পারেনি।
এই জয়ে বার্সেলোনা এখন রিয়াল মাদ্রিদের চেয়ে সাত পয়েন্টে এগিয়ে, যদিও রিয়ালের একটি ম্যাচ হাতে রয়েছে। তারা বুধবার খেলবে গেতাফের বিপক্ষে।
অন্যদিকে, ইউরোপা লিগের আশায় থাকা মায়োর্কা ৪৪ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে, এক পয়েন্ট পেছনে সেল্তা ভিগো, যাদের একটি ম্যাচ হাতে রয়েছে।
বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
এমএইচএম