ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

নাইকির বিশেষ গোল্ডেন বুট পরবেন নেইমার

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫২ ঘণ্টা, জুন ১৯, ২০১৪
নাইকির বিশেষ গোল্ডেন বুট পরবেন নেইমার

ঢাকা: বিশ্বকাপের ২০তম আসরের নকআউট পর্ব থেকে বিশেষ ‘গোল্ডেন বুট’ পায়ে খেলবেন ব্রাজিল ফুটবল দলের ‘পোস্টার বয়’ খ্যাত স্ট্রাইকার নেইমার।

হালের এ শ্রেষ্ঠ ফুটবলারের জন্য বিশেষ এ বুট তৈরি করেছে ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকি।



নকআউট পর্বের শুরুতে বুটটি উন্মুক্ত করা হবে।

পর্তুগিজ ভাষায় এ বুটকে ‘সনহো দৌঁড়াদো’ নামে ডাকা হয়। ‘সনহো দৌঁড়াদো’র মর্মার্থ, আশা প্রকাশ করা হয়, ব্রাজিলবাসীর জন্য কাঙ্ক্ষিত ষষ্ঠবারের বিশ্বকাপ এনে দেবেন নেইমার।

কেমন দেখতে হবে বুটটি সেটা বলা না হলেও নাইকির পক্ষ থেকে বলা হচ্ছে, এটি তৈরিতে বিশেষ আকর্ষণীয় সোনার রং ব্যবহার করা হয়েছে।

এ বুটের ধাতব স্বর্ণের রং নেইমারকে বিশেষভাবে পরিচয় করিয়ে দেবে এবং তিনিই একমাত্র ফুটবলার যিনি এ ধরনের বুট ব্যবহার করবেন। বিশেষ এ বুট নেইমারের বিশেষত্বও প্রকাশ করবে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৭৩৮ ঘণ্টা, জুন ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।