ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মাসচেরানোর সামনে শততম ম্যাচের হাতছানি

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, জুন ২১, ২০১৪
মাসচেরানোর সামনে শততম ম্যাচের হাতছানি জাভিয়ের মাসচেরানো

ঢাকা: দেশের হয়ে শততম ম্যাচ খেলতে শনিবার মাঠে নামবেন আর্জেন্টিনার মিডফিল্ডার জাভিয়ের মাসচেরানো। তিনি ব্রাজিল বিশ্বকাপে গ্রুপ ‘এফ’ এর প্রতিপক্ষ ইরানের বিপক্ষে মাঠে নামবেন।



জুলাই ২০০৩ এ মাসচেরানো উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার হয়ে অভিষিক্ত হন। ৩০ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকার আগে তিনজন আর্জেন্টাইন শততম ম্যাচ খেলার কৃতিত্ব দেখিয়েছেন। মাসচেরানো এবারে চতুর্থবারের মতো বিশ্বমঞ্চে খেলছেন।

১৪৫ ম্যাচ খেলে আর্জেন্টাইনদের মাঝে সর্বোচ্চ ম্যাচ খেলেছেন জাভিয়ের জানেত্তি। এছাড়া রবার্তো আয়ালা ও দিয়েগো সিমিওনে খেলেছেন যথাক্রমে ১১৫টি ও ১০৬টি ম্যাচ।

বার্সেলোনার হয়ে খেলা মাসচেরানো তার সাবেক ক্লাব রিভার প্লেটের হয়ে খেলেছেন ৪৬টি ম্যাচ। লিভারপুলের হয়ে খেলেছেন ৯৪টি ম্যাচ। আর বর্তমান ক্লাবের হয়ে মাঠে নেমেছেন ১১১ বার।

আর্জেন্টাইন এই সেন্টার ব্যাক দেশের জার্সি গায়ে গত এগারো বছরে ৯৯ টি ম্যাচ খেলে গোল করেছেন তিনটি।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘন্টা, ২১ জুন ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।