ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

ঘানার বিপক্ষে থাকছেন রোনালদো

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০২ ঘণ্টা, জুন ২৫, ২০১৪
ঘানার বিপক্ষে থাকছেন রোনালদো ক্রিশ্চিয়ানো রোনালদো

পর্তুগাল দল ব্রাজিল পৌছানোর পর চিন্তিত ছিলেন ফিজিও হেনরিক জনস। তার উদ্বিগ্নের কারণ ছিল রিয়াল মাদ্রিদের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর ফিটনেস।

ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্বে দু’টি ম্যাচ খেলেছে পর্তুগাল। প্রথম ম্যাচে জার্মানির কাছে ৪-০ গোলে ও দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে পর্তুগিজরা।

২৬ জুন গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ঘানা বিপক্ষে লড়বে তারা। অবশেষে সব শঙ্কা উড়িয়ে হেনরিক জনস রোনালদোর ফিটনেস নিয়ে খুশির সংবাদ শুনান। জানান, রোনালদোর তার অবস্থা আগের চেয়ে ভালো এবং ঘানার বিপক্ষে খেলেছেন।


বিশ্বকাপের মিশন শুরুর কিছু দিন আগ থেকে রোনালদো হাঁটুর সমস্যায় ভুগছেন। তবে তিনি এখন সম্পূর্ণ সুস্থ। ৯০ মিনিট খেলার জন্যে প্রস্তুত রয়েছেন।

বাংলাদেশ সময়: ০৬০২ ঘণ্টা, ২৫ জুন ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।