ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

বিশ্বকাপের জালে মাদকসম্রাট!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, জুন ২৫, ২০১৪
বিশ্বকাপের জালে মাদকসম্রাট!

ঢাকা: বিশ্বকাপ খেলা দেখতে গিয়ে বেখেয়ালে পুলিশের হাতে ধরা পড়লেন মেক্সিকোর কুখ্যাত ড্রাগ কার্টেল গডফাদার সানচেজ আরেলানো। সোমবার বিশ্বকাপে মেক্সিকো-ক্রোয়েশিয়া ম্যাচ দেখার সময় আটক হন তিনি।



নিজ আস্তানায় বসে সঙ্গী-সাথীদের নিয়ে গায়ে মেক্সিকোর জার্সি চড়িয়ে খেলা দেখতে বসেছিলেন এই দেশপ্রেমিক! মাদকসম্রাট।

কিন্তু বিধি বাম, ঠিক সে সময়ই সেখানে বেরসিক পুলিশের হানা। পালিয়ে যাওয়ার আগেই তিনি আটক পুলিশের জালে।

সাধারণত মেক্সিকোর ড্রাগ কার্টেলগুলো খুবই সংগঠিত। পুলিশ-সেনাবাহিনী সহ সরকারের উচ্চমহলেও ছড়ানো আছে তাদের নেটওয়ার্ক। বেশিরভাগ ক্ষেত্রেই পুলিশের অভিযানের খবর আগেভাগে পেয়ে সটকে পড়েন এসব ড্রাগ কার্টেলের ধূরন্ধর নেতারা।
কিন্তু আরেলানো ফেলিক্স ড্রাগ কার্টেলের নাটের গুরু ফার্নান্দো সানচেজ আরেলানো বিশ্বকাপে এত বুদ হয়ে ছিলেন যে কখন পুলিশ তার খিড়কিতে এসে হাজির, তা টেরই পেলেন না।

জানা গেছে, তার মাথার ওপর ঝুলছিলো ১ লাখ ডলারের খাড়া।

আটক হওয়ার সময় সানচেজ আরেলানো্র গায়ে ছিলো মেক্সিকোর সবুজ ফুটবল জার্সি আর গালে আঁকা ছিলো মেক্সিকোর জাতীয় পতাকার আদলে সবুজ সাদা ও লাল রংয়ের রেখা।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, জুন ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।