ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

জাপানের কোচের পদত্যাগের ঘোষণা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, জুন ২৬, ২০১৪
জাপানের কোচের পদত্যাগের ঘোষণা ছবি: সংগৃহীত

ঢাকা: নকআউটের লক্ষ্য নিয়ে ব্রাজিল বিশ্বকাপে এলেও প্রথম রাউন্ডে দুই হার ও এক ড্র নিয়ে ফিরতে হচ্ছে এশিয়ার অন্যতম ফুটবল পরাশক্তি জাপানকে।

বিশ্বকাপ মিশনে ব্লু  সামুরাইদের ব্যর্থতার সম্পূর্ণ দায়ভার নিজের কাঁধে নিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দলের কোচ আলবার্তো জাচ্চেরোনি।



গ্রুপ পর্বের তিন ম্যাচে গ্রিসের সঙ্গে ০-০ গোলে ড্র করলেও আইভরি কোস্ট ও কলম্বিয়ার সাথে হেরে যায় সামুরাইরা।

মূলত কলম্বিয়ার সাথে ৪-১ গোলে গো হারা হারার পরই আলবার্তো তার চার বছরের মিশনের ইতি টানার সিদ্ধান্ত নেন।

আলবার্তো বলেন, দলের এই ফলাফলে আমি হতাশ ও অসন্তুষ্ট। কিন্তু বিশ্বকাপ শুরুর আগে আমরা নকআউটে যাওয়ার মতো আত্মবিশ্বাসী ছিলাম।

তিনি বলেন, এটা স্বল্প সময়। কিন্তু আমার তিন ম্যাচেই শুরুতেই নিজেদের হারিয়ে ফেলেছি এবং সাধ্যমতো খেলতে পারিনি। গত চার বছরে আমি যে খেলোয়াড় ও কৌশল বাছাই করেছি এটা তার ফল। তাই এর দায়-দায়িত্ব আমার। আমিই ব্যর্থতার দায়ভার নিতে চাই।

গত চার বছরে তার দলকে সমর্থন দেওয়ার জন্য তিনি  দলের সব সদস্য, স্টাফ, সমর্থক, জাপান ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ জানান।

তিনি আরো বলেন, আমি মনে করি এখন আমার জাপান জাতীয় দলকে ছাড়ার সময় এসেছে। নতুন যে কোচ আসবেন তিনি আমাদের ভুলগুলো চিহ্নিত করে তা শুধরে দলকে আরো শক্তিশালী করে গড়ে তুলবেন।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, জুন ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।