ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

ফাইনালে যেতে প্রত্যয়ী রোবেন

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, জুন ২৬, ২০১৪
ফাইনালে যেতে প্রত্যয়ী রোবেন রোবেন

ঢাকা: নেদারল্যান্ডসের তারকা ফুটবলার আরিয়েন রোবেন বলেছেন, তারা মেক্সিকোর বিপক্ষে দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হতে বেশ সচেতন রয়েছেন। তিনি আরো মনে করেন ফাইনালে যেতে তাদের মাত্র তিনটি ম্যাচে জিততে হবে।



ডাচরা ২০১০ সালের দ. আফ্রিকার বিশ্বকাপে ফাইনালে স্পেনের কাছে হেরে গিয়েছিল। এরপর ২০১২ সালের ইউরো কাপে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিল। আর এবার বিশ্বমঞ্চে দারুনভাবে শুরু করেছে তারা। গ্রুপ পর্বের তিন ম্যাচেই অপরাজিত ডাচরা।

আবারো ফাইনালে নিজেদের দেখতে পাওয়া রোবেন বলেন, ‘যদি আমরা মেক্সিকোর বিপক্ষে জয় পাই, তাহলে আবারো ফাইনালে উঠা আমাদের জন্য সম্ভব হবে। আমরা এমনটাই মনে করছি। এটা একটা সাধারণ সমীকরণ, আরো তিন ম্যাচ জেতো, ফাইনালে যাও। ’

বায়ার্ন মিউনিখের হয়ে খেলা ডাচ এই উইঙ্গার আরো বলেন, ‘আসরের এতদূর এসে নেদারল্যান্ডসের মানুষের মতো আমরাও চাইনা খারাপ কোনো অনুভূতি নিয়ে দেশে ফিরে যেতে। ’

৩০ বছর বয়সী ডাচ এই তারকা ফুটবলার মেক্সিকোর বিপক্ষে ম্যাচটিকে সহজ হবে না বলে মানেন। তিনি বলেন, ‘পরের ম্যাচকে বাদ দিয়ে আপনার উচিৎ হবেনা, সামনের ম্যাচগুলো নিয়ে ভাবা। কারণ মেক্সিকোর বিপক্ষে ম্যাচটি আমরা সহজে জিততে পারবনা। তারা খুবই শক্তিশালী একটি দল। তাদেরকে চিলি দলের সঙ্গে তুলনা করতে পারেন। ’

দেশের জার্সি গায়ে ৭৭ ম্যাচে ২৬ গোল করা রিয়াল মাদ্রিদ ও চেলসির সাবেক এই তারকা আরো বলেন, ‘আমরা মেক্সিকোকে হারানোর ক্ষমতা রাখি। তবে একটি খারাপ দিন অথবা রেফারির একটি ভুল সিদ্ধান্ত আমাদের দেশে ফেরত পাঠিয়ে দিতে পারে। তবে আমরা আশা করছি মেক্সিকোর বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য শেষ ম্যাচ নয়। ’

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, ২৬ জুন ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।