ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

বেলজিয়াম এবং দক্ষিণ কোরিয়া একাদশ

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩০ ঘণ্টা, জুন ২৭, ২০১৪
বেলজিয়াম এবং দক্ষিণ কোরিয়া একাদশ

‘এইচ’ গ্রুপের শেষ খেলায় মুখোমুখি হচ্ছে বেলজিয়াম-দক্ষিণ কোরিয়া। বেলাজিয়াম এরই মধ্যে দ্বিতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করেছে।

তারা অন্যদিকে দক্ষিণ কোরিয়া নিজেদের দুই খেলায় একটিতে ড্র এবং অন্যটিতে পরাজিত হয়েছে।

শুক্রবার দিবাগত রাত ২টায় ব্রাজিলের সাও পাওলো শহরের অ্যারিনা কোরিয়ান্থিয়ানস স্টেডিয়ামে এ অনুষ্ঠিত হবে।

এর আগে দু’দল বিশ্বকাপে তিন বারের মুখোমুখি হয়েছিলো। দুটিতে ২-০ ও ২-১ ব্যবধানে জয় পায় বেলজিয়াম এবং অন্যটিতে ১-১ গোলে ড্র হয়।

বেলজিয়াম একাদশ
থিবাউত কুরটয়েস (১), ইয়ান ভারটনগেন (৫), কেভিন মিরালাস (১১), দ্রিস মার্টেনস (১৪), ড্যানিয়েল ভ্যান বাইটেন (১৫), নিকোলাস লম্বার্টস (১৮), ম্যারুয়েন ফেলাইনি (৮), স্টেভেন ডিফোর (১৬), মুসা ডেম্বেলে (১৯), আদান জানুজাই (২০), অ্যান্থনি ভ্যান্ডেন বোরে (২১)।

কোচ: উইলমটস মার্চ (বেলজিয়াম)।

দক্ষিণ কোরিয়া একাদশ
কিম সং-জিউ (২১), ইউন সুকিয়ং (৩), কিম ইয়ং-গন (৫), সন হিউং-মিন (৯), লি ইয়ং (১২), হ্যান কুক-ইয়ং (১৪), লিচুং-ইয়ং (১৭), কি সুং-ইউয়েং (১৬), কু জা-চেওল (১৩), কিম সিন-উক (১৮), হং জেয়ং-হো (২০)।

কোচ: হং মিউংবো (কোরিয়া)।

বাংলাদেশ সময়: ০১২৩ ঘণ্টা, জুন ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।