ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

‘আমি নিশ্চিত ফাইনাল হবে ব্রাজিল-আর্জেন্টিনা’

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, জুন ২৭, ২০১৪
‘আমি নিশ্চিত ফাইনাল হবে ব্রাজিল-আর্জেন্টিনা’

ঢাকা: ব্রাজিলের সাবেক স্ট্রাইকার ও ২০০২ সালে বিশ্বকাপজয়ী দলের সদস্য রোনালদো মনে করেন ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ থাকবে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। আর খেলাটা বেশ জমবে নেইমার ও মেসির।



ফিফা ওয়ার্ল্ড কাপের ফ্যানজোনের এক ব্রিফিংয়ের আগে এ দুই দক্ষিণ আমেরিকান টিমের ফাইনালের কথা বলেন বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের সাবেক এ স্ট্রাইকার।


রোনালদো বলেন, শুধুই ভাবছি না, আমি মোটামুটি নিশ্চিত যে ফাইনাল হবে ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যেই। হতে পারে এটা স্বপ্নের মতো। তবে এটা স্বপ্নই হবে যদি আমরা জিতি। আর যদি হারি তবে সেটা হবে দুঃস্বপ্ন।

শেষ ১৬-তে প্রতিপক্ষ চিলি হওয়ায় কিছু চিন্তিত রোনালদো।

তিনি বলেন, আমার মনে হয়, চিলি আমাদের চেয়ে ব্রাজিলকে নিয়ে বেশি চিন্তিত। এটা শুধু ফুটবল খেলা নিয়ে নয়, রেকর্ড নিয়েও।

মেসির চেয়ে নেইমারকে এখনো পর্যন্ত বিশ্বকাপের সেরা খেলোয়াড় মনে করেন তিনি।

রোনালদো বলেন, নেইমার প্রচুর খেলছে। মেসিও ক্রমে ভালো করছে। কিন্তু নেইমার বিশ্বকাপে অপ্রতিরোধ্য।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, জুন ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।