ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বেলজিয়াম-যুক্তরাষ্ট্র ম্যাচ দেখতে হেয়াইট হাউজে ওবামা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৭ ঘণ্টা, জুলাই ২, ২০১৪
বেলজিয়াম-যুক্তরাষ্ট্র ম্যাচ দেখতে হেয়াইট হাউজে ওবামা

ঢাকা: কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে সালভাদরের ফন্তে নোভা স্টেডিয়ামে ‘রেড ডেভিলসদের’ বিপক্ষে লড়ছে যুক্তরাষ্ট্র। আর ম্যাচটি দেখতে হোয়াইট হাউজে হঠাৎ উপস্থিত হন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।



ম্যাচ চলাকালে হোয়‍াইট হাউজে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে দেখা যায় বারাক ওবামকে। এ সময় তাকে বেশ হাস্যোজ্জ্বল দেখা যায়।

ধারণা করা হচ্ছে, হোয়াইট হাউজে জরুরি কোনো বৈঠকে অংশ নিতে এসে হঠাৎই খেলার রুমে ঢুকে পড়েন মার্কিন প্রেসিডেন্ট।

নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকায় মঙ্গলবারের দ্বিতীয় এ ম্যাচও গড়ায় অতিরিক্ত সময়ে।

এর আগে গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্র ও জার্মানির মধ্যকার প্রথম রাউন্ডের শেষ খেলা উপভোগ করেন ওবামা। দক্ষিণ মিনেসোটার মিসিসিপি নদীর তীরবর্তী এলাকায় বিমান বাহিনীর একটি জাহাজের ভেতর বসে তিনি ওই খেলা উপভোগ করেন।

বাংলাদেশ সময়: ০৪০৭ ঘণ্টা, জুলাই ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।