ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

ফুটবল

এক ইঞ্চি নিচে লাগলে পঙ্গু হয়ে যেতাম

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, জুলাই ১২, ২০১৪
এক ইঞ্চি নিচে লাগলে পঙ্গু হয়ে যেতাম

ঢাকা: কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে খেলার সময় মেরদণ্ডে মারাক্তক আঘাত পেয়ে বিশ্বকাপ থেকে ছিঁটকে পড়েন ব্রাজিলিয়ান তারকা নেইমার। এবার তিনি কথা বললেন সেই আঘাত নিয়ে।



জুনিগার পায়ের আঘাতটি পিঠের আর এক ইঞ্চি নিচে লাগলে পঙ্গু হয়ে যাওয়ার আশঙ্কা ছিল বলে জানালেন এই বার্সা তারকা।

নেইমার বলেন, আমাকে সাহায্য করার জন্য সবাইকে ধন্যবাদ। তবে আঘাতটি আর এক ইঞ্চি নিচে লাগলে পঙ্গু হয়ে যাওয়ার আশঙ্কা ছিল।



যার জন্য নেইমারে এই অবস্থা সেই জুনিগা সম্পর্কে নেইমার বলেন, জুনগা কয়েক দিন পর আমাকে ফোন করেছিল দুঃখপ্রকাশ করতে এবং এটা জানাতে যে সে ইচ্ছেকৃতভাবে এটা করেনি। আমি সেটা গ্রহণ করেছি। কিন্তু এটার জন্য কোনো অ্যাকশন না নেওয়াটা আমি মানতে পারি না।

দলের ব্যর্থতা নিয়ে কথা প্রসঙ্গে নেইমার বলেন, স্কলারিই কোচ থাকতে পারেন। আমি আমার এজেন্ট রিবেইরোর সঙ্গে একমত নই। তিনি আমার হয়ে কথা বলতে পারেন না- আমার হয়ে শুধু কথা বলতে পারেন আমার বাবা।

এর আগে স্কলারিকে নানা সমালোচনার মধ্যে রিবেইরোও ‘অহংকারী ও বিরক্তিকর বুড়ো’ অভিহিত করেন।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, জুলাই ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।