ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল বিস্ময়কর পুরস্কার: রোনালদো

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, জুলাই ৪, ২০১৪
ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল বিস্ময়কর পুরস্কার: রোনালদো রোনালদো

ঢাকা: ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো মনে করেন কলম্বিয়ার বিপক্ষে তার দেশ একটি দৃষ্টিনন্দন ম্যাচ উপহার দিবে। তবে ব্রাজিল কলম্বিয়াকে হারাতে পারবে কিনা এ ব্যাপারে তিনি নিশ্চিত নন বলেও জানান।



৩৭ বছর বয়সী রোনালদো বলেন, ‘আমরা ব্রাজিলিয়ানরা চিলির বিপক্ষে নক আউট পর্বের ম্যাচে বেশ ভুগেছি। আর কলম্বিয়া বেশ ভালো একটি দল। তারা জেমস রদ্রিগেজের মতো দারুণ খেলোয়াড় নিয়ে জয় পেতে ঝাপিয়ে পরবে। ’

দেশের হয়ে ৯৮ ম্যাচে ৬২ গোল করা ব্রাজিলিয়ান এই সাবেক স্ট্রাইকার আশাবাদী লুইজ ফেলিপ স্কলারির শিষ্যরা কলম্বিয়ার বিপক্ষে ভালোভাবেই ম্যাচ বের করে আনবে। তিনি নেইমারের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘নেইমার শুধু তার টেকনিক্যাল দক্ষতার জন্য নয়, সে দলের জন্য ভূমিকা রাখছে বিশ্বসেরাদের মতোই। ’

ব্রাজিল-আর্জেন্টিনা চলতি বিশ্বকাপে ফাইনালে খেলবে এটা প্রত্যাশা করেন রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, এসি মিলানের মতো বিখ্যাত ক্লাবে খেলা রোনালদো। বিশ্ববাসীকে তিনি জানান, ‘আজকে (শুক্রবার) রাতের খেলা দেখতে পুরো বিশ্ব তাকিয়ে থাকবে। ব্রাজিল-আর্জেন্টিনা যদি ফাইনালে খেলে তবে সেটি হবে ফুটবল ইতিহাসের বিস্ময়কর একটি পুরস্কার। তবে সে পথ এখনও অনেক দূর। ’

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ৪ জুলাই ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।