ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আর্জেন্টিনা পেনাল্টি চেয়েছিল: স্নেইডার

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, জুলাই ১০, ২০১৪
আর্জেন্টিনা পেনাল্টি চেয়েছিল: স্নেইডার

ঢাকা: আর্জেন্টিনার কাছে পেনাল্টি শুটআউটে হেরে বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠার স্বপ্ন ভঙ্গ হয়েছে নেদারল্যান্ডসের। দলের অ্যাটাকিং মিডফিল্ডার ওয়েসলি স্নেইডার মনে করেন, আর্জেন্টিনার মূল লক্ষ্য ছিল ম্যাচ পেনাল্টি শুটআউট পর্যন্ত নিয়ে যাওয়া।



৯০ মিনিটে কোনো দল গোলের দেখা না পেলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের ৩০ মিনিটেও কোনো দল গোল করতে না পারলে শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউটে যায় ম্যাচ। আর্জেন্টাইন গোলরক্ষক সার্জিও রোমেরোর অসাধারণ দক্ষতায় ৪-২ ব্যাবধানে হেরে যায় ডাচরা।

ম্যাচের শেষ সময়ে জাভিয়ের মাসচেরানোর দারুন ট্যাকলে ডাচ উইঙ্গার রোবেন গোল থেকে বঞ্চিত হন। টাইব্রেকে স্নেইডার ও রন ভ্লারের দুটি শট রুখে দেন রোমেরো। আর এসব নিয়ে স্নেইডার বলেন, ‘আমরা আরো বেশি কিছু পাওয়ার যোগ্য ছিলাম। ’

ডাচদের হয়ে ১০৫ ম্যাচ খেলা ৩০ বছর বয়সী স্নেইডার আরো বলেন, ‘আর্জেন্টিনা ম্যাচ নিয়ে জুয়া খেলেছে। তারা ম্যাচকে পেনাল্টি শুটআউট পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য মরিয়া ছিল। যেখানে আমরা মাঠেই জেতার জন্য মরিয়া ছিলাম। ’

রিয়াল মাদ্রিদের সাবেক এ তারকা নিজের মিস করা পেনাল্টি সম্পর্কে বলেন, ‘পেনাল্টি মিসের জন্য আমি দুঃখিত। তবে আমরা ১২০ মিনিটে গোল করে খেলা শেষ করতে চেয়েছিলাম। গোলের সুযোগও তৈরি করেছিলাম। ’

ডাচ দলের আরেক সেন্টার ফরোয়ার্ড উইঙ্গার ডির্ক কুয়েট আর্জেন্টিনার জয়কে মোটেও ভালো চোখে দেখছেন না। ম্যাচ শেষে তিনি স্যাবেলার শিষ্যদের অভিনন্দন জানাতেও এগিয়ে যান নি।

পরাজয়কে মেনে নিতে না পারা কুয়েট বলেন, ‘আর্জেন্টিনা ম্যাচে কোনো রকম প্রভাব ফেলতে পারেনি। মেসির মতো খেলোয়াড় থাকতেও তারা ম্যাচে কোনো রকম পার্থক্য তৈরি করতে পারেনি। আমি হতাশ যে এত কাছে এসেও আমরা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠতে পারলাম না। ’

স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে শনিবার মাঠে নামবে নেদারল্যান্ডস।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ১০ জুলাই ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।