ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ইতিহাসের সেরা ত্রয়ী মেসি-সুয়ারেজ-নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
ইতিহাসের সেরা ত্রয়ী মেসি-সুয়ারেজ-নেইমার ছবি: সংগৃহীত

ঢাকা: বার্সেলোনার আক্রমণভাগের তিন তারকার মধ্যে সম্পর্কটা কতটা মধুর সেটিই নতুন করে বলেছেন সাবেক বার্সা ডিফেন্ডার জুলিয়ানো বেলেত্তি। সাম্প্রতিক সময়ের ‘খারাপ মুহূর্তগুলোতেও’ একে অপরকে বেশ সহায়তা করেছেন বলেই মনে করেন ব্রাজিলিয়ান রাইট ব্যাক।

মৌসুম শুরুর পর বেশিরভাগ সময় জুড়েই সবার প্রশংসা কুড়ান ‘এমএসএন’ ত্রয়ী মেসি-সুয়ারেজ-নেইমার।

দক্ষিণ আমেরিকার তিন তারকার হাত ধরে বার্সা আরেকটি ট্রেবল জিতবে বলেই মনে হচ্ছিল। কিন্তু, চ্যাম্পিয়নস লিগে বিদায় নেওয়ার পাশাপাশি লা লিগায় টানা কয়েকটি ম্যাচ হারায় সমালোচনার মুখেও পড়তে হয় তাদের।

তবে লিগ শিরোপা নিশ্চিতে দুর্দান্তভাবেই ঘুরে দাঁড়ায় লুইস এনরিকের শিষ্যরা। দেপোর্তিভো লা করুনাকে ৮-০ গোলে বিধ্বস্ত করেই জয়ের ধারায় ফেরে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। স্পোটিং গিজনের বিপক্ষে সবশেষ লিগ ম্যাচেও (৬-০) গোল উৎসবে মাতে কাতালানরা।

দু’টি ম্যাচের স্কোরশিটেই থাকে লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেজের নাম। সুয়ারেজ তো লা লিগার ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই ম্যাচে চারটি গোলের রেকর্ড গড়েন। পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা পুনরায় নিজেদের নিয়ন্তণে আনে বার্সা। মৌসুমের বাকি তিনটি ম্যাচে কোনো অঘটন না ঘটলে শিরোপাটা তাদের হাতেই থাকবে।

বার্সার হয়ে ২০০৬ চ্যাম্পিয়নস লিগ জয়ী বেলেত্তি বলছেন, পারস্পরিক সম্পর্কের বন্ধন-ই মেসি-সুয়ারেজ-নেইমারকে ফুটবল ইতিহাসে আক্রমণভাগের সেরা ত্রয়ীতে পরিণত করেছে, ‘মেসি, সুয়ারেজ ও নেইমার ইতিহাসের সেরা ত্রয়ী। ভালো সময়ে তো বটেই, খারাপ মুহূর্তেও তারা একে অপরকে সাহায্য করে। যেটা ফুটবল জগতে কিছুটা অস্বাভাবিক। ’

মৌসুম জুড়ে ‍ধারাবাহিক পারফরম্যান্সই মেসিকে ব্রাজিল গ্রেট পেলের তুলনায় এনেছে বলে মনে করেন বেলেত্তি, ‘অনেক বছর ধরে নিজের শীর্ষ লেভেলটা ধরে রাখায় আমার প্রজন্মের পেলে ছিল মেসি। সে এতটাই সেরা যে, অন্যান্য ভালো ফুটবলারদের বিশ্বসেরা হওয়ার লড়াই ভুলিয়ে দেওয়ার সক্ষমতা রাখে। ’

সাম্প্রতিক পারফরম্যান্সে তীব্র সমালোচনার মুখেই পড়েন নেইমার। কিন্তু বেলেত্তি বলছেন, এখনো নিজের মান অনুযায়ী চাপ ও দায়িত্বের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন ব্রাজিলিয়ান সেনসেশন, ‘বার্সার হয়ে নেইমার প্রতিদিনই শিখছে। সর্বোপরি, চাপ ও দায়িত্ব নিয়ে শীর্ষস্থানীয় খেলোয়াড় হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। সে এখনো খুবই তরুণ। তার সামনে এখনো লম্বা পথ পড়ে আছে। কয়েকটি ম্যাচে খারাপ করলেও আমাদের অবশ্যই ধৈর্য ধরতে হবে। আমি নিশ্চিত যে, নেইমার বার্সার জন্য অনেক আনন্দের উপলক্ষ বয়ে আনবে। ’

দেপোর্তিভো ও গিজনের বিপক্ষে চারটি করে গোল করে সুয়ারেজও দেখিয়ে দিয়েছেন, দলের প্রয়োজনের মুহূর্তে তিনিও নিজের কাঁধে দায়িত্ব নিতে পারেন। উরুগুইয়ান স্ট্রাইকার প্রসঙ্গে বেলেত্তির ভাবনাটা এরকমই। তিনি আরও যোগ করেন, ‘এটা অসাধারণ যে, সুয়ারেজ কীভাবেই না দায়িত্ব নিজের হাতে নিয়েছে। সে মেসি ও নেইমারের পাশে খেলে। সে যা অর্জন করেছে তা অনেক বেশি প্রশংসার দাবি রাখে। ’

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।