ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রিয়ালে জিদানের ভূমিকায় অভিভূত রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৬ ঘণ্টা, মে ৭, ২০১৬
রিয়ালে জিদানের ভূমিকায় অভিভূত রোনালদো ছবি: সংগৃহীত

ঢাকা: মৌসুমের মাঝপথে কোচের দায়িত্ব নিয়েই ‘ছন্নছাড়া’ রিয়াল মাদ্রিদকে স্বরুপে ফেরান জিনেদিন জিদান। তার ‘জাদুকরি স্পর্শে’ যেন বদলে যাওয়া এক রিয়ালকেই দেখতে পাচ্ছে ফুটবল বিশ্ব! কোচ হিসেবে শিষ্যদের কাছ থেকে যে পরিমান সম্মান আদায় করেছেন তাতেই মুগ্ধ ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো, যিনি জিদানের সাবেক ক্লাব সতীর্থও বটে।

রিয়ালে একসঙ্গে চার মৌসুম (২০০২-০৬) খেলেছিলেন জিদান ও রোনালদো। খেলোয়াড়ী জীবন শেষে ফ্রেঞ্চ কিংবদন্তি কোচিং পেশায় জড়ালেও এখনো সে পথে হাঁটেননি ‘দ্য ফেনোমেনন’ খ্যাত রোনালদো।

জিদানের যোগ্য নেতৃত্বে এখন ‘ডাবল’ জয়ের স্বপ্ন দেখছে রিয়াল। ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ইতোমধ্যেই চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করেছে গ্যালাকটিকোরা। লা লিগার শিরোপা লড়াইয়েও বার্সেলোনা ও অ্যাতলেতিকো মাদ্রিদকে ‘দৌড়ের ওপর’ রাখছেন বেল-বেনজেমা-রোনালদোরা। তিন মৌসুমের মধ্যে দ্বিতীয়বারের মতো নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকোর বিপক্ষেই ইউরোপ সেরার যুদ্ধে নামবেন জিদানের শিষ্যরা।

সাবেক সতীর্থের অধীনে রিয়াল যেভাবে এগোচ্ছে তাতে জিদানের ভূয়সী প্রশংসাই করেছেন রোনালদো, ‘ফাইনালে (চ্যাম্পিয়নস লিগ) উঠাটা খুব গুরুত্বপূর্ণ ছিল এবং আমরা সবাই এখন খুশি। জিদান যা করছে তা সত্যিই অসাধারণ। এটা তার প্রাপ্য। সে খেলোয়াড়দের কাছ থেকে সম্মান আদায় করে নিয়েছে। ’

মিলানে ২৯ মে’র ‘মাদ্রিদময়’ ফাইনাল প্রসঙ্গে রোনালদোর অভিমত, ‘অ্যাতলেতিকো মাদ্রিদ অবশ্যই যোগ্য কিন্তু আশা করছি, শিরোপাটা লস ব্লাঙ্কসদের হাতেই উঠবে। ’

বাংলাদেশ সময়: ০৩১৩ ঘণ্টা, মে ৭, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।