ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ইংলিশ প্রিমিয়ারের বর্ষসেরা ভার্ডি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, মে ১৩, ২০১৬
ইংলিশ প্রিমিয়ারের বর্ষসেরা ভার্ডি

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগের বর্ষসেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন হওয়া লিচেস্টার সিটির ইংলিশ তারকা স্ট্রাইকার জেমি ভার্ডি। মনোনয়ন পাওয়া শীর্ষ দশজনের থেকে তাকে বেছে নেওয়া হয়।

 

ইংলিশ প্রিমিয়ার লিগের আসরে সার্জিও আগুয়েরো, ওয়েইন রুনি, অ্যালেক্সিস সানচেজ, মেসুত ওজিল, রোমেলা লুকাকু, হ্যারিকেন, স্টারলিংদের মতো ফরোয়ার্ডদেরই তো সেরা গোলদাতার তালিকায় শীর্ষে থাকার কথা! তবে, অন্তত এ মৌসুমে সেটা হয়নি। সর্বোচ্চ গোলদাতার তালিকায় বর্তমানে দুই নম্বরে ভার্ডি।

ইংলিশ প্রিমিয়ারের পরাশক্তি দলগুলোকে পেছনে ফেলে ভার্ডি দলকে চ্যাম্পিয়নের মুকুট পড়িয়েছেন। ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় চমক দিয়ে শিরোপা জেতে লিচেস্টার। আররূপকথার জন্ম দিতে মহাকাব্যই লিখেছেন ভার্ডি-রিয়াদ মাজরেজ-এন'গোলো কান্তেরা।

কিছুদিন আগেই খেলোয়াড়দের ভোটে ক্লাবের বর্ষসেরা ফুটবলার হয়েছেন লিচেস্টার সিটির রিয়াদ মাহরেজ। এরপর ইংল্যান্ডের ‘ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশন ফুটবলার অব দ্য ইয়ার’ নির্বাচিত হন ২৯ বছর বয়সী ভার্ডি।

এবার হলেন ইংলিশ প্রিমিয়ারের বর্ষসেরা ফুটবলার। আর এই পুরস্কার জিততে ভার্ডি পেছনে ফেলেছেন তারই চার ক্লাব সতীর্থকে। পেছনে পড়েছেন টটেনহামের হ্যারিকেন, আর্সেনালের মেসুত ওজিল আর ওয়েস্টহামের দিমিত্রি পায়েতরা।

এবারের মৌসুমে এখন পর্যন্ত ৩৫ ম্যাচ খেলে ভার্ডি প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন ২৪ বার। ৩৭ ম্যাচ খেলা টটেনহামের স্ট্রাইকার হ্যারিকেন সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে থাকতে গোল করেছেন ২৫টি। ২৯ ম্যাচ খেলা ম্যানসিটির আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো ২৪টি গোল।

ক্লাব ক্যারিয়ারে ২২৬ ম্যাচ খেলা ভার্ডির গোলসংখ্যা ১১৩টি। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে মাঠে নেমেছেন মাত্র ৬টি ম্যাচে, যেখানে তিনি গোলের দেখা পান দুইবার। ‘থ্রি লায়ন্স’দের হয়ে ইউরো ২০১৬’র আসরে মাঠে নামার আগে জার্মানি ও নেদারল্যান্ডসের মতো দলের বিপক্ষে গোল করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ১৩ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।