ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

এগিয়ে থেকেও জয়বঞ্চিত লিভারপুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৬
এগিয়ে থেকেও জয়বঞ্চিত লিভারপুল

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগের আসরে জয়বঞ্চিত হয়েছে লিভারপুল। টটেনহাম হটস্পারের মাঠে প্রথমার্ধে এগিয়ে গিয়েও জয়ের দেখা পায়নি জার্গেন ক্লপের শিষ্যরা।

১-১ গোলে ড্র হয়েছে ম্যাচটি।

গত মৌসুমে দুর্দান্ত খেলে তৃতীয় স্থান অধিকার করা টটেনহাম নিজেদের মাঠ লন্ডনের হোয়াইট হার্ট লেনে নেমেছিল।

ম্যাচের ৪৩ মিনিটের মাথায় জেমস মিলনারের গোলে লিড নেয় আতিথ্য নেওয়া লিভারপুল। তবে, ৭২ মিনিটের মাথায় ড্যানি রোজের গোলে সমতায় ফেরে টটেনহাম। পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।

আর্সেনালের বিপক্ষে ৪-৩ গোলের রোমাঞ্চকর জয়ে লিগ শুরু করা লিভারপুল ম্যাচের ৪৩ মিনিটের মাথায় পেনাল্টি লাভ করে। ব্রাজিলের মিডফিল্ডার রবের্তো ফিরমিনোকে ফাউল করলে পেনাল্টির সুযোগ পায় লিভারপুল। সেখান থেকে গোল করে দলকে এগিয়ে নেন মিলনার।

নিজেদের প্রথম ম্যাচে এভারটনের সঙ্গে ১-১ গোলে ড্র করা টটেনহাম ম্যাচের ৭২ মিনিটে সমতায় পেরে। আর্জেন্টাইন মিডফিল্ডার এরিক লামেলার অ্যাসিস্ট থেকে ড্যানি রোজ গোল করলে ম্যাচে ফেরে গত সপ্তাহে ক্রিস্টাল প্যালেসকে একমাত্র গোলে হারানো দলটি।

তিন ম্যাচ খেলা লিভারপুলের এক জয় আর এক ড্রতে অর্জন চার পয়েন্ট। অপরদিকে, কোনো ম্যাচেই না হারা টটেনহাম সমান ম্যাচ খেলে অর্জন করেছে পাঁচ পয়েন্ট।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, ২৭ আগস্ট ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।