ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

হালসিটির মাঠে ম্যানইউর কষ্টার্জিত জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
হালসিটির মাঠে ম্যানইউর কষ্টার্জিত জয়

ঢাকা: চলমান ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ গতিতে ছুটে চলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। টানা তিন ম্যাচ জিতলেও সবশেষ হালসিটির বিপক্ষে হারতে হারতে ১-০ গোলে জিতেছে হোসে মরিনহোর শিষ্যরা।

ম্যানইউয়ের দায়িত্ব নেওয়ার পর থেকে এই মৌসুমে নিজেদের ফিরে পাচ্ছে দলটি। এবারের শিরোপার অন্যতম দাবীদার দলটির হয়ে হালসিটির বিপক্ষে একমাত্র গোলটি করেন মার্কাস রাশফোর্ড।

হালসিটির মাঠে আতিথ্য নিয়ে ম্যানইউর প্রথম একাদশে মাঠে নামেন ডি গিয়া, ভ্যালেন্সিয়া, লুক শ, ফেল্লাইনি, পল পগবা, হুয়ান মাতা, ওয়েইন রুনি, মার্শিয়াল আর জ্লাতান ইব্রাহিমোভিচের মতো তারকারা।

ম্যাচের প্রথমার্ধের নবম মিনিটে গোলে দেখা পেতে পারতো ম্যানইউ। দলের নতুন রিক্রুট ইব্রা সহজ সুযোগ নষ্ট করে গোলবারের উপর দিয়ে বল পাঠিয়ে দেন। খেলার ২৬তম মিনিটে রেড ডেভিলসদের লিড পাইয়ে দিতে পারেননি লুক শ। তার জোরালো শট রুখে দেন হালসিটির গোলরক্ষক।

৪৩ মিনিটে ভ্যালেন্সিয়াও গোল করতে ব্যর্থ হলে হতাশা বাড়ে আতিথ্য নেওয়া ম্যানইউর। হতাশা আরও বাড়াতে ৪৫ মিনিটের মাথায় সুযোগ নষ্ট করেন রুনি। প্রথমার্ধে কোনো স্কোর না করেই দুই দল খেলা শেষ করে।

বিরতির পরও ম্যানইউকে চেপে ধরার চেষ্টা করে স্বাগতিকরা। তবে, নিজেদের রক্ষণকে আগলে রেখে খেলা চালিয়ে যায় হালসিটি।

ম্যাচের ৫৬ মিনিটে ইব্রা, ৭৩ মিনিটে রুনি গোলের সুযোগ নষ্ট করেন। ৮০ মিনিটে দলের সেরা অস্ত্র পল পগবা গোল করতে ব্যর্থ হন। ৭১ মিনিটে হুয়ান মাতার বদলি হিসেবে নামা রাশফোর্ড ৮২ মিনিটে আক্রমণে গিয়ে প্রতিহত হন।

যোগ করা অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে সেই রাশফোর্ডই ম্যানইউকে উদ্ধার করেন। দলকে পূর্ণ তিন পয়েন্ট পাইয়ে দিতে গোল করেন তিনি। রুনির অ্যাসিস্ট থেকে আসে কাঙ্খিত গোলটি।

বাংলাদেশ সময়: ০৪০০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
এমআরপি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।