ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রদ্রিগেজকে রেখেই দিচ্ছেন জিদান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
রদ্রিগেজকে রেখেই দিচ্ছেন জিদান ছবি: সংগৃহীত

ঢাকা: ট্রান্সফার উইন্ডোতে জেমস রদ্রিগেজের রিয়াল মাদ্রিদ ছাড়ার সম্ভাবনা আর নেই! স্বয়ং কোচ জিনেদিন জিদানই ২৫ বছর বয়সী কলম্বিয়ান মিডফিল্ডারকে রেখে দিচ্ছেন। এর আগে রদ্রিগেজের খেলা নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করলেও এখন আগের অবস্থান থেকে সরে এসেছেন ফ্রেঞ্চ কিংবদন্তি।

পারফরম্যান্স দিয়েই জিদানের আস্থা অর্জন করেছেন ২০১৪ বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী রদ্রিগেজ। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে স্প্যানিশ ‍জায়ান্টদের কোচের দায়িত্ব কাঁধে নেন ‘জিজু’।

সবশেষ সেল্টা ভিগোর বিপক্ষে (২৭ ‍আগস্ট) ২-১ গোলে জেতা ম্যাচটিতে গোল না পেলেও বদলি হিসেবে নেমে মিডফিল্ডে নিজের সামর্থ্যের জানান দেন রদ্রিগেজ। তাতেই নিজের মুগ্ধতা প্রকাশ করেছেন জিদান, ‘জেমস (রদ্রিগেজ) ভালো খেলেছে এবং ম্যাচের সঙ্গে যুক্ত ছিল। সে এখানে (রিয়াল) থাকছে। ’

দু’বছর আগে ৮০ মিলিয়ন ইউরোর বিনিময়ে মোনাকো থেকে ছয় বছরের চুক্তিতে রদ্রিগেজকে দলে ভেড়ায় রিয়াল। সব মিলিয়ে এখন পর্যন্ত লস ব্লাঙ্কসদের জার্সিতে ৮১টি ম্যাচ খেলেছেন। সতীর্থদের গোল বানিয়ে দেওয়ার পাশাপাশি নিজেও ২৫ বার প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।