ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বেনজেমার ভবিষ্যত কোচ দেশমের হাতে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৬
বেনজেমার ভবিষ্যত কোচ দেশমের হাতে ছবি:সংগৃহীত

ঢাকা: করিম বেনজেমার ফ্রান্স জাতীয় ফুটবল দলে ফেরার ব্যাপারটি পুরোপুরি নির্ভর করছে কোচ দিদিয়ের দেশমের ওপর। এমনটিই জানালেন ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট নোয়েল লে গ্রেট।

 

জাতীয় দল সতীর্থ ম্যাথিউ ভালবুয়েনাকে সেক্স টেপের মাধ্যমে ব্ল্যাকমেইল করার অপরাধে ইউরো ২০১৬ ফ্রান্স দলে সুযোগ পাননি রিয়াল মাদ্রিদ তারকা বেনজেমা।

ইউরো পরবর্তী সময়ে ফ্রেঞ্চরা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে লড়ে বেলারুশের বিপক্ষে। তবে ৩-১ গোলে জয়ের সেই ম্যাচেও বেনজেমাকে রাখা হয়নি। বলা হয়েছিল ২৮ বছর বয়সী এ স্ট্রাইকারকে দলে নেওয়ার এখনও সঠিক সময় আসেনি।

এ ব্যাপারে লে গ্রেট জানান, বেনজেমার ভবিষ্যত পুরোপুরি কোচের ওপর। এছাড়া ইতোমধ্যে অবসর নেওয়া সামির নাসরিও ফিরতে চাইলে তার জন্য দরজা খোলা। আমি আজীবন নিষেধাজ্ঞার বিরোধী। যাই হোক আমরা কোনো ঝুঁকি নেব না। সে (বেনজেমা) ইউরো খেলেনি। আসলে ব্যাপারটি ভিন্ন রকম। তার সঙ্গে কোচের বা আমার কোনো ধরনের ঝামেলা নেই। ’

তিনি আরও বলেন, ‘যদি নিয়মের কথা বলি তবে, বেনজেমাকে দলে নেওয়া যায়। যেমন নাসরির কথাই বলা ‍যায়। তবে সবকিছুই নির্ভর করছে দিদিয়েরের ওপর। ’

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ০৫ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।