ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সিলেট মাতাতে আসছেন আইয়ুব বাচ্চু-মমতাজ

নাসির উদ্দিন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৬
সিলেট মাতাতে আসছেন আইয়ুব বাচ্চু-মমতাজ ছবি- বাংলানিউজটোয়েন্টিফোর

সিলেট: সুরের মূর্ছণায় সিলেটবাসীকে মাতাতে যাচ্ছেন আইয়ুব বাচ্চু ও তার ব্যান্ড এলআরবি এবং মমতাজ। সিলেটবাসী সরাসরি উপভোগ করবেন তাদের কনসার্ট।

 

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) সিলেট আসরের শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা।

সন্ধ্যা পৌনে ৭টা থেকে সিলেট জেলা স্টেডিয়ামে শুরু হবে এ কনসার্ট। আইয়ুব বাচ্চু-মমতাজ ছাড়াও কনসার্ট মাতাবেন সময়ের জনপ্রিয় তারকা লিজা এবং কমেডি তারকা আবু হেনা রনি।  

ফুটবলে দেশের সবচেয়ে বড় আসর ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ’ (বিপিএল) সিলেট পর্ব আগামী রোববার (২৫ সেপ্টেম্বর) শুরু হবে।  

ঢাকার ঐতিহ্যবাহী ব্রাদার্স ইউনিয়ন আর শেখ জামাল ধানমন্ডির ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এ পর্বের লড়াই। তবে মাঠের সেই লড়াইয়ের আগে বিপিএলের সিলেট পর্বকে জমকালো করতে রয়েছে বিশেষ কনসার্ট।

যে কেউ ২শ’ টাকা দিয়ে টিকিট কিনে কনসার্ট উপভোগ করতে পারবেন। গত কয়েকদিন ধরে মাইকিং করে কনসার্টের টিকিট বিক্রি করা হচ্ছে। তবে অনেকেই বলছেন, টিকিটের মূল্য একটু বেশি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মাহি উদ্দিন আহমেদ সেলিম বাংলানিউজকে বলেন, বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) জন্য জেলা স্টেডিয়াম পুরোপুরি প্রস্তুত। মাঠ, প্রেসবক্স, খেলোয়াড়দের ড্রেসিংরুম, ভিআইপি বক্স ও সাধারণ গ্যালারি নান্দনিক করে তোলা হয়েছে।  

বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলতে দেশের সেরা দুই শিল্পী সিলেটের দর্শক মাতাবেন বলে আশাবাদী তিনি।
 
বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৬
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।