ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

দিবালাকে শান্ত থাকার পরামর্শ মেসির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
দিবালাকে শান্ত থাকার পরামর্শ মেসির ছবি: সংগৃহীত

‘লিওনেল মেসির পাশে খেলা সত্যিই বেশ কষ্টকর’-আর্জেন্টাইন অধিনায়ক প্রসঙ্গে কথাটি বলেছিলেন তারই স্বদেশী কার্লোস তেভেজ। গত কোপা আমেরিকার আগে তেভেজের মন্তব্য ছিল, ‘মেসির পাশে দেশের জার্সি গায়ে খেলা আরও বেশি কঠিন’। তেভেজ আপাতত জাতীয় দলের বিবেচনাতে না থাকায় মেসির পাশে আক্রমণভাগের দায়িত্ব সামলানোর হাতিয়ার হিসেবে তরুণ তারকা পাওলো দিবালাকে দেখা হচ্ছে।

তেভেজের মতো সেই দিবালাও একই সুরে কথা বলেছেন। জানিয়েছেন, মেসির পাশে খেলা কষ্টকর এবং কঠিন।

সেটি আর্জেন্টাইন সুপারস্টারকে দিবালা জানিয়েও দিয়েছেন। বার্সেলোনার প্রাণভোমরা মেসি দিবালার মুখ থেকে এটি শুনে জুনিয়রকে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন।

মেসির পাশে জাতীয় দলের জার্সি গায়ে খেলা কেন কষ্টকর-এর উত্তরে তেভেজ বলেছিলেন, ‘মেসি বর্তমান বিশ্ব ফুটবলে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তার সঙ্গে আর্জেন্টাইন সতীর্থদের বেশ ভালো বোঝাপড়া রয়েছে। কিন্তু সে যে মাপের ফুটবলার তাতে তার সঙ্গে মানিয়ে নিতে আমাদের বেগ পেতে হয়। স্বাভাবিক ভাবে নিলে আপনি মেসির পাশে খুব ভালোভাবেই মানিয়ে নিতে পারবেন। কিন্তু, কিছু বিশেষ সময়ে তার পাশে মানিয়ে নিতে আমাদের বেগ পেতে হয়। খুব কঠিন হয়ে পড়ে তার পাশে খেলা চালিয়ে যেতে। আমরা মেসির পাশে থেকে ফুটবলটাই খেলি, তাই স্বাভাবিক ভাবেই মানিয়ে নেওয়া যায়। কিন্তু, সে যখন অন্য গ্রহের ফুটবল খেলে তখন তার পাশে খেলা সত্যিই কঠিন হয়। ’

মেসি-দিবালা জুটি এখনো আর্জেন্টিনাকে বলার মতো তেমন কিছুই দিতে পারেনি, সেটি জানিয়ে বর্তমান কোচ জর্জ সাম্পাওলি জানান, ‘এই দুই ফুটবলারের মাঝে এখনও বোঝাপড়াটা ঠিক মতো গড়ে ওঠেনি। সে কারণেই বিশ্বকাপের বাছাইপর্বে শেষের দিকের ম্যাচে দিবালাকে দলে নিতে চাইনি। যেহেতু ওই মুহূর্তে মেসি-দিবালা জুটি তৈরি করার সময় ছিল না আমাদের হাতে, তাই বাস্তবতা মেনেই সিদ্ধান্ত নিতে হয়েছে। ’

মেসি-দিবালা জুটি নিয়ে স্বয়ং দিবালা এখন কি বলছেন? এক সাক্ষাৎকারে জুভেন্টাসের তারকা দিবালাকে ২২টি প্রশ্ন করা হয়। সেখানে ১৮টিই ছিল মেসি কেন্দ্রিক।

দিবালা জানান, ‘আমি কিছুদিন আগে আর্জেন্টিনার অনুশীলনে যোগ দিতে গিয়ে দেখি মেসি অনুশীলন করছে। তার সামনে গিয়ে বললাম ‘তার পাশে খেলা আমার জন্য কঠিন’। এমন কথায় মেসি অনেকক্ষণ হেসেছে। আমাকে বললো ‘এটা আমি আগেই শুনেছি, তুমি শান্ত থাকো’। আমি তার কথায় বুঝেছি-তিনি সব কিছুই আগে থেকে জানেন, নতুন করে তাকে কিছুই বোঝাতে হবে না। ভাবলাম আমি বোকামি করে আবারো তাকে একই কথা বলতে গিয়েছি। মেসি আমার ব্যাপারটি বুঝেছে। ’

দিবালা আরও যোগ করেন, ‘মেসি সম্ভবত ৫ থেকে ১০ সেকেন্ড হেসেছে। এরপরই আমাকে পরামর্শ দেয় ব্যাপারটি নিয়ে দুঃশ্চিন্তা না করতে। আমার আইডল খেলোয়াড় হিসেবে মেসির পরামর্শ খুবই গুরুত্বপূর্ণ। ’

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ১১ নভেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।