ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

নেইমারকে বরণ করে নিতে প্রস্তুত রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
নেইমারকে বরণ করে নিতে প্রস্তুত রিয়াল ছবি: সংগৃহীত

বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমাতে না জমাতেই রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন। সেই মাত্রাটা দিনকে দিন বেড়েই যাচ্ছে। নেইমারের রিয়ালে নাম লেখানোর জোরালো সম্ভাবনা সবার মুখে মুখে। স্বদেশী মার্সেলোর বিশ্বাস, শেষ পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতে যোগ দেবেন সাবেক বার্সা তারকা।

গত বছরের আগস্টে ট্রান্সফার ফি’র বিশ্ব রেকর্ড (২২২ মিলিয়ন ইউরো) গড়ে বার্সা অধ্যায়ের (২০১৩-১৭) ইতি টানেন নেইমার। সময় বাড়ার বাড়ার সঙ্গে পিএসজিতে অসুখী থাকার খবর চাউর হয় চারদিকে।

তখন থেকেই মাদ্রিদের নাম উঠে আসে। রিয়াল প্রেসিডেন্টের মুখেও একই সুর। ২৬-এ পা রাখা ‘আগামীর বিশ্বসেরা’কে পেতে যে তারা চেষ্টার কমতি রাখবে না তা স্পষ্ট।

এদিকে, পিএসজি নাকি এক শর্তে আগামী সামারেই নেইমারকে রিয়ালের হাতে তুলে দিতে প্রস্তুত। ক্লাব  প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি নাকি স্বয়ং নিজেই ব্রাজিলিয়ান আইকনকে প্রতিশ্রুতি দিয়েছেন, প্যারিসে চ্যাম্পিয়নস লিগের শিরোপা এনে দিতে পারলে স্পেনে ফেরার অনুমতি দেবেন।

ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরের চলতি মৌসুমের নকআউট পর্বেই মুখোমুখি হতে যাচ্ছে টানা দু’বারের চ্যাম্পিয়ন রিয়াল ও নেইমারের পিএসজি। ইউরোপিয়ান প্রতিযোগিতায় অধরা ট্রফি জিতে নিজেদের অবস্থানের জানান দিতে মরিয়া ফ্রেঞ্চ জায়ান্টরা। সেই লক্ষ্যেই দলবদলের বাজারে কাতারি পেট্রো ডলার ঢালছে তারকাদের ভিড়ে শক্তিশালী দলে পরিণত হওয়া পিএসজি।

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর মহারণ সামনে রেখে নেইমারের রিয়ালে আসা প্রসঙ্গে নিজের আত্মবিশ্বাস প্রকাশ করেন লেফটব্যাক মার্সেলো, ‘আমি মনে করি একদিন নেইমার রিয়াল মাদ্রিদের হয়ে খেলবে। নেইমার কি রিয়ালে ফিট হবে? সে নিশ্চিতভাবেই এখানে মানিয়ে নিতে পারবে। যদি সে রিয়ালে আসে ব্যাপারটি হবে দারুণ। আমার মতে গ্রেট খেলোয়াড়দের অবশ্যই এই ক্লাবে খেলা উচিৎ। ’

গত বছরের ডিসেম্বরে রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ ইঙ্গিত দিয়ে বলেছিলেন, রিয়ালে এলে নেইমারের ব্যালন ডি’অর (বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার) জেতার ভালো সুযোগ থাকবে। ভাঙতে পারবেন মেসি-রোনালদোর আধিপত্য, ‘বিশ্ব ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির কাছ থেকে নেতৃত্ব কে নেবে তা বলা কঠিন। মাদ্রিদ থেকে নেইমারের জন্য ব্যালন ডি’অর জেতাটা সহজতর হবে। রিয়াল এমন একটি ক্লাব যেখানে বড় খেলোয়াড়রা যা চায় তা পায়। ’

রিয়াল সমর্থকদের কাছে ৩৩-এ পা রাখা রোনালদোর যোগ্য উত্তরসূরি হিসেবে আদর্শ নাম নেইমার। নিকট ভবিষ্যতে সেই লক্ষ্য পূরণ হবে কিনা সেটিই এখন দেখার বিষয়!

তার আগে সবার চোখ এখন চ্যাম্পিয়নস লিগে রিয়াল-পিএসজি হাইভোল্টেজ ম্যাচ ঘিরে। শেষ ষোলোর প্রথম লেগে নেইমারদের অাতিথ্য দেবে মাদ্রিদিস্তারা। বার্নাব্যুতে আগামী বুধবার (১৪ ফেব্রুয়ারি) বহুল প্রতীক্ষার ম্যাচটি অনুষ্ঠিত হবে। খেলা শুরু বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায়। প্যারিসে একই সময়ে কোয়ার্টার ফাইনাল নির্ধারণী ফিরতি পর্বের লড়াই ৬ মার্চ।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, ১২ ফেব্রুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।