ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

গার্দিওলার সিটিকে বিদায় করলো উইগান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৮
গার্দিওলার সিটিকে বিদায় করলো উইগান ছবি:সংগৃহীত

বড় অঘটনের শিকারই হলো ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে উড়তে থাকা পেপ গার্দিওলার শিষ্যরা এফএ কাপের কোয়ার্টার-ফাইনালে উঠেতে ব্যর্থ হয়েছে। উইগ্যান অ্যাথলেটিকের মতো দুর্বল দলের বিপক্ষে ১-০ গোলে হেরেছে।

উইগানের মাঠে পঞ্চম রাউন্ডের ম্যাচটি খেলতে যায় সিটি। যেখানে শক্তিশালী দলটি মুখোমুখি হয় ইংলিশ ফুটবলের তৃতীয় সারির দল উইগানের বিপক্ষে।

ম্যাচের প্রথমার্ধ অবশ্য সিটির মিডফিল্ডার ফ্যাবিয়ান ডেলফ ফাউল করে লাল কার্ড দেখলে পরে ১০ জন নিয়ে খেলে সিটিজেনরা। অন্যদিকে ম্যাচর ৭৯তম মিনিটে ডিফেন্ডার কাইল ওয়াকারের ভুলে জয়সূচক গোলটি করেন প্রতিপক্ষের উইল গ্রিগ।

মার্চে এই ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার-ফাইনালে উইগান খেলবে সাউদাম্পটনের বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, ২০ ফেব্রুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।